১৮৬৯ সালে চট্টগ্রাম কলেজ প্রতিষ্ঠিত হলেও গত ২৩ ও ২৪ মার্চ ছিল ঐতিহ্যবাহী কলেজটির ৮ম পুনর্মিলন। প্রতি তিন বছর অন্তর এই পুনর্মিলন হয়ে থাকে। চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ পুনর্মিলন-২০০৭ আয়োজন করেছে। অনুষ্ঠানটি ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশের মধ্যে চিটাগং ক্লাব সুইমিং পুল প্রাঙ্গণে উদযাপিত হয়। পুনর্মিলনের প্রথম দিন আয়োজনের তালিকায় ছিল চা-পর্ব, স্বাগত বক্তব্য, ফটো-সেশন, লাঞ্চ, প্রয়াত সদস্যদের স্মরণ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ । দ্বিতীয় দিনের প্রোগ্রামে ছিল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রবীণ সদস্যদের সংবর্ধনা ও শুভেচ্ছা পদক বিতরণ, মধ্যাহ্ন ভোজ, ম্যাগাজিন অনুষ্ঠান, ডিনার ও লটারি ড্র । তাছাড়া সারাদিনই তুমুল আড্ডা, ফোন নাম্বার বিনিময়, বন্ধুদের সঙ্গে কোলাকুলি, হইচই ছিল দেখার মতো। পুনর্মিলনের অনুভূতি জানতে চাইলে ১৯৭২ ব্যাচের ছাত্র ও বর্তমানে একটি কলেজের অধ্যক্ষ মি. মফিজুর রহমানের কণ্ঠে প্রাণবন্ত উচ্ছ্বাস প্রকাশ পায়। দুইদিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে অংশগ্রহণ করেন।
ছবি: আমার ক্যামেরার চোখে চট্টগ্রাম কলেজের প্রধান ফটক
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪১