আমি তপ্ত পথে পা রেখেছি।
পুড়ছে আমার মন..........
আমি এই হাতে যে সূ্র্য ধরি,
পুড়ছে মনের বন......................
আমি পথের মোড়ে দাড়িয়ে থেকে পথ কে খুঁজেছি
হাত বাড়িয়ে পথ ডেকেছে.........
যাইনি সেথায়, চিনতে পারিনি।
এখন আমার শূণ্য সময়,অন্ধকারের গহ্ব্বরে হাতড়ে মরি।
ছুঁটছে ঘোড়া, ছুঁটছে ঘড়ি, ছুঁটছি আমি, ছুঁটছ তুমি..........
এরই মাঝে এখন আমি সজাগ থাকার ভাণ করি
......................আমায় ঐ পথ আবার ডাকে যদি।
এমন ভাবেই দিন কেটে যায়,সূর্য রথে রাতও হারায়......
আমি ই শুধু পড়ে থাকি , পূর্ণ কিছু পাবার আশায়।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৭