হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা -
তোমার আদেশে। যেন রাখি তব মান,
তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে,
তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে।
প্রথমে শুরু করি মাহবুব রশীদ ভাইয়ের ফেসবুকে পোস্ট করা একটা ছবি দিয়ে:
প্রশ্নটা মাহবুব ভাইই করেছেন, 'আমি মাইনা নিলাম আঁতাত হয় নাই। তাইলে আমার প্রশ্ন হইল, রায় ঘোষণার ২ ঘণ্টা আগে থেইকা বাঁশের কেল্লা কি ভাবে জানে যে রায় ফাঁসি হবে না?'
দ্বিতীয়ত, আওয়ামী লীগ এই রায় পেয়ে খুশি হয়ে বাংলাদেশের ঢোল বাজাচ্ছে তাক দুম তাক দুম করে। হিনারাব্বানী (চুতিয়া)র আহ্বানে অতীত ভুলে গেছে, কী ভাবে তারা নব্বইয়োর্ধ অশীতিপর বৃদ্ধের ফাঁসি দেয়.... মানবিকতা বলে একটা কথা আছে না!!
তৃতীয়ত, আসেন বাঙালী ভাই ও বোনেরা আমার, কি করবেন আপনারাই ঠিক করেন... একদল আমাগো মুক্তিযুদ্ধের চেতনা নিয়া ব্যবসা করে আরেক দল ধর্ম নিয়া ব্যবসা করে!
কি করবেন আপনারাই ঠিক করেন, আমি আর বলার কিছু পাচ্ছি না!!