আমার পাশবিক
যতই আগুনে ঢাকি, শরতে পোড়াই
উঠে আসে ঠিক।
উঠে আসে নিরীহ সন্ধ্যায়
উঠে আসে দুই হাত বেয়ে,
ঘড়ি বেয়ে সময় সাপের মতো
নিশ্চল নির্বিকার কালো
কেন আমি হতে চাই তার চেয়ে ভালো?
আমার ভেতরে
সন্দেহ আনন্দে জাগে,
ভুল ভালবাসা জাগে,
অন্যের দিকে মুখ তুলে
যেতে চাই ভুলে
অন্য কারো মুখ
তুলে নিতে চাই বিষ-বিস্বাদ-চুমুক!
এক ফোঁটা প্রেম
আর অনেক আঁধার
ঘিরে থাকে সন্দেহের
আকাশ আমার।
ভুল হয়
আমার সবগুলো আকাশের মেঘ
নীল নয় কালো নয়
নয় তারা সোনালী আবেগ।
আমার নিজস্ব আঁধার:
এক তীর, বুলেভার্দ মরুভূমি-
মৃত্যুর শীতল আঁচড়,
বৃষ্টিতে ভেজা পথ, না কেনা গোলাপ,
ঘুনেধরা কবি মন, একরাশ পাপ।
একা পথ হাঁটি,
ছুঁয়ে যায় কেউ এসে, হঠাৎ যখন
হয়তো এখনও প্রাণ পাঁজরের গহ্বরে
আমার, নি:শব্দ কাপন।
টের পেয়ে কেঁপে উঠি।
প্রতিদানে তার
আমার সন্দেহ হয়
সত্যিই কিছু নেই আমার দেবার।