চারঠ্যাং আর ল্যাজ রচনায় শোভা পায়,
ছড়া হোক যাই হোক, ছাগুর কি আসে যায়-
যায় আসে মনে মনে লাহোর কি দিল্লী
চোখ টেপে পথে একা যদি পায় বিল্লি!
ত্যানা তার তিন পায়ে লেজে কানে প্যাচানো
আর পায়ে ল্যাং মারে, শিং সেই বাঁকানো
শিং হোক তেলমাখা পাকমন প্রিয় হোক
কাঠালপাতার ঘ্রাণ পেলে তাই ছোঁক ছোঁক!
মুখে তার অ্যারাবিক, উর্দু কি হিন্দি
মন তার গোআজোর খোয়াবের বন্দি!
হোক মন কাদা মাখা মাথা হোক শুন্য
শিং আছে কিং আছে, অন্য নগন্য।
মাথাঅলা পাতাখেকো তাও বেশ পাওয়া যায়
দেখে ভাবি আহা মরি, বাহা বেশ দেখা যায়
যখন নাচন ধরে বাঁকা তেড়া শিং তার
দোলে ঘোর, কথা চোর, সাথে তার ম্যাৎকার!
পাতাখেকো তুমি আর যেয়োনাকো কেল্লায়
ওখানে তোমায় দেখে খোমা ঠিক চেনা যায়!
ছাইয়া, ভাইয়া হও, মামা হও, হও কাগু
ল্যাদানির গন্ধেই ধরি ফেলি তুই ছাগু!
পাতাখেকো পাতা খাও দেশটাকে খেও না!
যা-ই হও দেশে থেকে খাপো সেজে থেকো না।।