মরে তো যাবই তুই আমি, সাদা ফুল ঝরে যাবে,
কাঁসার থালার হঠাৎ সোনালী ঝঙ্কারও নিবে যাবে-
উলুধ্বণি শুধু শাঁখা আর সিঁদুরের সাথে স্মৃতি হয়ে
একটা সমস্ত অস্তিত্ত দোলানো শব্দহীন ঝড় বয়ে
যাবে।
স্মৃতি হয়ে, একটা মুহুর্তের ছবি আঁকা হবে
সময়ের অদৃশ্য দেয়ালে।
আমাদের আশির্বাদে, বয়সের অমোঘ খেয়ালে।
সাতদিন কেটে যাবে, ঋতু গুলো নতুন নাটকে
প্রতি অঙ্কে অভিনয় করাবে তুহাকে...
চিরদিন ঘুরে ফের সাতদিন আসবে নতুন;
দুহাতে ঠেকিয়ে রাখিস সে আলোকে,
একমুঠো ভালবাসা, এক আকাশ প্রেম-
চিলোকোঠায় শালিকের হৃদয়ের বাসা,
পালকে অলোকে ঢেকে দিয়ে দিস ভাষা
যতটুকু সে আকাশ চায়!
সাতদিন ঘুরে ফের চিরদিন ধূসর হয়ে যাবে
আমরা সবাই মরে যাবো, বয়সের একান্ত অভাবে।
দুহাতে ঠেকিয়ে রাখিস সে আলোকে
যে আলো চিলেকোঠায় শালিকের হৃদয়ের ঘরে
নিজেদের ভাষা যাকে দিয়ে যাবি
সাতদিন চিরদিন করে।
এক ছোট ভাইয়ের বিয়েতে উৎসর্গ করে।