মানুষের মিলন মেলায় আজ মিলেছে শত কণ্ঠ। তরুন তরুনীর দাবি একটাই কলঙ্ক-মুক্ত বাংলা। কোনও অন্যথা মেনে নেয়া হবে না। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে শিববাড়ি মোড়।
শহরের সদাব্যস্ত এই মোড় এখন কেউ দেখলে কেউ চিনতে পারবে বলে মনে হয় না।
সন্ধ্যেবেলায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হলো। তারপর মুহুর্মুহু গগন বিদারী স্লোগানে মানুষের মনের সমস্ত দ্বিধা বোধ ছুটিয়ে দেয়া হচ্ছে। প্রত্যেক দিন বেশি বেশি করে লেখক, সাংস্কৃতিক কর্মী, চাকরীজীবি, গৃহিনীরা আসছেন।
আজ এসেছেন একজন আহত মুক্তিযোদ্ধা, তাঁর ক্রাচে ভর দিয়ে বুকে মুক্তিযোদ্ধার পরিচয়পত্র ঝুলিয়ে। তিনি আর কিছুই চাননি: শুধু চেয়েছেন ময়দানের বড় পতাকাটা তরুনদের সাথে ধরে স্লোগান দিতে।
বিদ্রোহ চলছে। চলবে রায় 'ফাঁসি' না হওয়া পর্যন্ত।
আপডেট:
এইমাত্র খুলনার মুক্তিযোদ্ধারা সবাই মিলে একসাথে গণমঞ্চে যোগ দিয়েছেন। জয় বাঙলা ধ্বণি দিয়ে সবাই তাদের স্বাগত জানিয়েছে।
{পোস্ট আপড়েট হবে}
১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮ ০