আপনি মুসলিম।কেন আপনি মুসলিম?ইসলাম স্রষ্টা প্রদত্ত বিধান,তাই? ইসলাম সর্বশ্রেষ্ঠ বিধান,তাই? ইসলাম মানবতার কথা বলে, তাই? তাহলে আসুন, আত্ম যাচাই করে দেখুন আসলে তাই নাকি ভিন্ন কারন।
১. জীবনে কি কখনও নিজের মনের কাছে প্রশ্ন করেছেন ইসলাম কি আসলেই স্রষ্টা প্রদত্ত বিধান কিনা তা যাচাই করে দেখি? যাচাই? নাউজুবিল্লাহ।ইসলাম আসলেই স্রষ্টা প্রদত্ত নাকি মানবরচিত তা তো চিন্তা করাই বৈধ নয়?সাবধান! কাফের হওয়ার আশঙ্কা আছে।
ইসলাম আল্লাহর বিধান? কোন যুক্তি-টুক্তির দরকার নেই? কাফের হওয়ার ভয় আছে! নরকে পোড়ার ভয় আছে!!
তবে ইসলাম শ্রেষ্ঠ-এ বিষয়ে যত বক্তব্য ও যুক্তি দেয়া হয় তা শুনতে হবে? আল্লাহ আসলে মানুষকে কোন বিধান দিলেন কিনা, দিলে তার প্রমান কি? এর কোন কিছুই যাচাই করা যাবে না।
যাচাই-বাছাই না করেই অন্ধভাবে বিশ্বাস করতে হবে।
২. কোন কিছুকে ঘৃনা করতে হলে বা ভালবাসতে হলে তার পিছনে কারন থাকে? আপনি ইসলামকে ভালবাসেন। এর পিছনে কারন কি? যারা মা্দ্রাসা থেকে হোক বা অন্যভাবে হোক, ইসলাম সম্পর্কে কিছু প্রশিক্ষন পেয়েছে তারা তোতা পাখির মত তাই বলতে থাকবে যা তাদেরকে শেখানো হয়েছে।কারন ইসলামের প্রতি ভালবাসাটা বুঝে-শুনে হয়নি, হয়েছে পৈত্রিক সুত্রে প্রাপ্তির কারনে।যারা কোন প্রশিক্ষন পায়নি, তাদেরকে জিজ্ঞাসা করুন কেন ইসলামকে ভালবাসে, দেখবেন কিছু বলতে পারবে না। বড়জোর বলবে, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম (কিভাবে শ্রেষ্ঠ তা বলতে পারবেনা), ইসলাম আল্লাহর কালাম ,তার প্রমান কি? তা বলতে পারবে না।
৩. ইসলামের শ্রৈষ্ঠত্ব প্রচারে আপনার গলদঘর্ম। যা শ্রেষ্ঠ তা আপন মহিমায় সমুজ্জ্বল থাকে। তার শ্রেষ্ঠত্ব প্রচার করা লাগে না। যা শ্রেষ্ঠ নয়, যাতে সমস্যা আছে তাকে মানুষের কাছে শ্রেষ্ঠ বানানোর জন্যই গলদঘর্ম উঠে। আপনি অন্ধভাবে শ্রেষ্ঠ মানেন,তাই যদি জিজ্ঞাসা করা হয় কেন শ্রেষ্ঠ, তখন আপনি আপনার পছন্দের আলেমের কাছে পাঠিয়ে দেন। আপনি যেটাকে শ্রেষ্ঠ হিসাবে মানলেন তা কেন আপনার কাছে শ্রেষ্ঠ তা আপনিই তো বলার কথা নয় কি?
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৭