যারা প্রথম ও দ্বিতীয় পর্বের আলোচনা পড়েননি তাদেরকে নিচের লিঙ্ক দু’টি দেখার জন্য অনুরোধ করছি।
নৈতিকতা কি ধর্মের উপর নির্ভরশীল (প্রমান ভিত্তিক আলোচনা)
নৈতিকতা কি ধর্মের উপর নির্ভরশীল (প্রমান ভিত্তিক আলোচনা)/পর্ব-২
পূর্বের আলোচনার ধারাহিকতার কারনে শিরোনামটির কোন পরিবর্তন করিনি । বিষয়বস্তু অনুপাতে লেখাটির শিরোনাম হয়-’আদর্শ সমাজ গঠনের প্রধান উপাদানসমূহ”
পূর্বে দু’পর্বে প্রমান দেখিয়েছি যে ধর্ম মানুষের নৈতিকতার খুব কমই নিয়ন্ত্রন করে থাকে । তবে ধর্ম যে মানুষকে নৈতিকতার প্রতি উৎসাহিত করে তাতে কোন সন্দেহ নেই । ধর্ম মানুষকে ভাল মানুষ হতে উৎসাহিত করে এবং সততার অনুশীলনে আহ্বান জানায় সেটা অনস্বীকার্য । এটি ধর্মের ভাল দিক ।
ধর্মের কিছু ক্ষতিকর দিক আছে যা মানবতার জন্য মারাত্মক ক্ষতিকর । এ ক্ষতিকর দিকগুলো আলোচনা করবো পরবর্তী পর্বে । যদি এ ক্ষতিকর দিক না থাকতো, তাহলে কেউ যদি প্রশ্ন করতো ধর্ম আসলে স্রষ্টা প্রদত্ত কিনা, আমি তাকে পাল্টা প্রশ্ন করতাম ভাই স্রষ্টা প্রদ্ত্ত কিনা সেটা বড় কথা নয়, ধর্ম তো কমপক্ষে মানুষকে ভাল হতে সহায়তা করছে, তোমার স্রষ্টা প্রদ্ত্ত কিনা তা নিয়ে এত মাথাব্যথার কি আছে?
যেহেতু একটি সুন্দর সমাজ তৈরিতে ধর্মের কিছু ভূমিকা থাকলেও ধর্মের ক্ষতিকর দিকের কারনে ধর্মকে বর্জন করতে বাধ্য হচ্ছি, তাহলে প্রশ্ন থাকে সুন্দর সমাজের জন্য অন্য কি অবলম্বন আছে? হ্যা, আছে । সেগুলো হল:
১. অর্থ-সম্পদ (৬০%)
২. রাষ্ট্র (২০%)
৩. শিক্ষা (২০%)
৬০%+ ২০%+২০%=১০০%
১. অর্থ-সম্পদ: মানুষকে ভাল বা খারাপ হতে সবচেয়ে বেশি যে জিনিসটি ভূমিকা পালন করে তা হল অর্থ । কথা আছে অভাবে স্বভাব নষ্ট । মানুষ যখন আর্থিকভাবে স্বচ্ছল থাকে তখন সে চুরি, বাটপারি, প্রতারনা, ঠকবাজি ইত্যাদির চিন্তাও করে না । আমাদের দেশ দরিদ্র হওয়ায় এত ওয়াজ করে ভাল মানুষ বানানো যাচ্ছে না । পেট ঠিক তো দুনিয়া ঠিক।
পাশ্চাত্য দেশের লোকেরা ঠকবাজি, প্রতারনা ও জোচ্চুরি ইত্যাদিতে আমাদের চেয়ে অপেক্ষাকৃত ভাল হওয়ার মুল যাদু এখানেই । উপরোক্ত পার্সেন্ট অনুপাতে তাদের হিসাবটি নিম্নরুপ হয়:
৫০%+১৫%+৫%=৭০% ভাল, আর আমাদের হিসাবটা হল: ১৫%+১০%+১৫%=৪০% ভাল, এ হিসাবের কারনে তারা আমাদের চেয়ে ৭০%-৪০%=৩০% বেশি ভাল মানুষ ।
কেউ কেউ বলবেন যে ইসলাম এ ৬০% চারিত্রিক পুর্ণতা দিতেই যাকাতের বিধান দিয়েছে। কোন সন্দেহ নেই যে যাকাত একটি সুন্দর ব্যবস্থা । আমি আগেই বলেছি যে ধর্মের বেশ কিছু ক্ষতিকর দিকের কারনে আমরা এখানে আলোচনায় ধর্মকে বাদ রাখছি এবং দেখাচ্ছি যে ধর্ম না হলেও কিভাবে সুন্দর সমাজ গঠন করা যায় । তাছাড়া যাকাতের অর্থ সামরিক বাহিনীতে ব্যয়েরও বিধান কুরআনে দিয়েছে । কোন ইসলামী সরকার যাকাতের বৃহদাংশও সামরিক খাতে ব্যয় করতে আগ্রহি হলে আপনার বলার কিছু থাকবে না। সে যাই হোক, আপাতত সেটা আমাদের আলোচ্য বিষয় নয় ।
২. রাষ্ট্র: মানুষকে পেটে দিয়ে তারপর পিঠে দিলে সেটা কাজে দেয় । আর্থিক সচ্ছলতার পর রাষ্ট্র যদি সমাজ নিয়ন্ত্রনে কঠোর হয় এবং রাষ্ট্রীয় আইন কানুনের যথাযথ প্রয়োগ থাকে তাহলে সে সমাজ ভাল থাকতে বাধ্য হবে।
৩. শিক্ষা: ধর্ম ছাড়াও মানুষকে নৈতিক শিক্ষা দেয়া যায় । শিক্ষা ব্যবস্থায় মানুষকে সৎ ও আদর্শ মানুষ হওয়ার জন্য আলাদা সাবজেক্ট থাকতে হবে । সরকারীভাবেও মানুষকে সৎ হতে অনুপ্রানীতে করে এমন উৎসাহমুলক আলোচনা, সভা, সেমিনার ও প্রচার-প্রচারনা থাকতে হবে।
সে সাথে সৎ ও ন্যয়পরায়ন লোকদের পুরুস্কৃত ও অসৎ লোকদের তিরস্কৃত করতে হবে তাহলেই সে সমাজ একটি সুন্দর সমাজে রুপান্তরিত হবে।
এ তিনটি জিনিসই নির্ভর করে একটি জিনিসের উপর- তা হল সৎ,ন্যয়পরায়ন ও দক্ষ সরকার । একজন সৎ,ন্যয়পরায়ন ও দক্ষ সরকার তার সঠিক, বাস্তবমুখি ও উন্নত পরিকল্পনা ও ব্যবস্থাপনার বদৌলতে একটি দেশকে সমৃদ্ধির উচ্চ শিখরে নিতে পারেন । দেশ সমৃদ্ধ হলে মানুষের আর্থিক অসচ্ছলতা দুর হবে। আর সরকার সৎ ও দক্ষ হলে দ্বিতীয় প্রয়োজনটি এমনিতেই পুর্ণ হয়ে যায় আর এমন সরকার এমন সুন্দর শিক্ষা ব্যবস্থা উপহার দিবে।
সবাই ভাল থাকবেন। আশা করি পরবর্তী পর্বেও আমার সাথে থাকবেন। সকল শুভ কামনায় এ লেখা এখানেই সমাপ্তি টানছি।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ১১:০৬