আজ সারারাত এক টুকরো সাদা কাগজ নিয়ে বসে থাকলাম,
কলম ঝিমুচ্ছিল হাতের দুই আঙ্গুলের ভাঁজে ;
কেউ আসেনি দুটো লাইন দিয়ে যেতে, নিঃসঙ্গ রাত গুজারি ।
এমনি ভাবে পেছনে হারিয়ে গেছে খণ্ড খণ্ড বহু চাঁদ,
হারিয়ে গেছে রাতের কিছু সুপ্ত আঁধার, যেখানে জোনাক জ্বলেছিল,
জেগে থাকা মনের রঙ্গিন আকাশ অদেখায় ভুগেছে, হাজারো স্বপ্ন ।
এভাবে আর কতকাল ? অসহায় রাত নীরব প্রশ্নে ভোগে যখন-
আমিও ভাবি, এভাবে আর কতকাল ?
কিন্তু, কিছু সান্ত্বনার বাণী এখনো আগলে রেখেছে রাতগুলোর ভারী নিঃশ্বাসকে- অতি যত্নে ।
তাই আজও খেয়ালে বসে থাকতে পারি আমি, নিরবচ্ছিন্ন রাততে টুকরো টুকরো করে ।
আবার ভেবো না এই আমার ক্ষমতা, অথবা ভেবো এই আমার হয়তো বেঁচে থাকা ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ রাত ১২:৩৬