আমি সকালের কুয়াশা নয় যে
রৌদ্রে হারিয়ে যাব
কিংবা;
রাতের পূর্ণিমাও নয় যে
মেঘ এলে আড়াল হব ।
আমি সূর্য নয় যে
যার আলোই হবে শেষ
কিংবা;
চন্দ্রও নয় যে
যার এক টুকরো রাতই হবে রেশ ।
আমি হতে চাই আকাশ-
থাকবো দিবারাত্রি, ধ্বংস অবধি ।
যার বুকে সূর্য ফুটবে,
যার বুকে চন্দ্র ফুটবে ।
কিংবা;
মেঘেরা দলছুটো হবে, অথবা
বুকের শত ফিনকিতে বৃষ্টিরা শৃঙ্খল নাচবে ।
আমি হতে চাই প্রশান্তি, অথবা
স্নিগ্ধতার আলোয় স্ফুটিত কোন আগুন্তুক-
যে হতে চায় না পরিচিত কোন মুখ ।
কিংবা;
মানব মনের বিশালতা, অথবা
দিগ্বিদিক উড়ন্ত পাখির ডানা,
যে শত বৎসর অন্বেষণেও-
পাবে না আকাশের বিস্তৃতা ।
আর আমি হয়ে থাকতে চাই সেই আকাশ-
যার শেষ আছে হয়তো, কিন্তু
পৃথিবীর বুকে হয়ে রয় সে অশেষ...