আরাধ্য
তখন এসবের একটা মূল্য ছিল,
অথবা সেসব অমূল্য ছিল;
হীরক খন্ড চুনি বা পান্নার মত
সব সব কিছু ছাঁপিয়ে ছিল
তোমার একটুকরো হাসি
তোমার একটু ছোঁয়া
তোমার একটু দেখা পাওয়া
এই সব রত্ন-রাশি নিয়ে
সতত মশগুল ছিল
দিন-রাত্রি ঘুম ও জাগরণ
হাতে পড়ে কানে পড়ে গলায় ধরে
ঘুরিয়ে ফিরিয়ে
নিত্য ছিল প্রতিফলন দেখা
তোমার ছুঁড়ে দেয়া
জহরত আর মণিমানিক্যের
চোখ ধাঁধানো
প্রতিফলনে প্রায়ান্ধ আমার
তুমিই ছিলে... বাকিটুকু পড়ুন
