অতনু তোমার কাছে
অতনু তোমার কাছে
আমার অনেক কথা বলার আছে
সৃষ্টির শুরু থেকে
কেয়ামত অবধি
যত গোলযোগ
তার আমি মানে জানতে চাই!
এই উন্থান এই সমর্পণ
এই নতজানু হয়ে
জীবনভিক্ষা
কিসের প্রয়োজন।
শরীরের তরে শরীর
এ্যাত বাসনা
এ্যাত আকাঙ্খা অভিলাষ
জীবনের তরে জীবন
আত্মাহুতি
প্রগতি প্রগলভতা
ভক্ষণ বমন
এই যে অগুনতি হনন
কোন মহাবাসনার আবাহনে
সারাদিন উষর জীবনে
জীবনের উৎপাদন
আকাশের জল সিঞ্চন
বাতাসের কার্বণ
সৌরচুল্লীতে রন্ধন রসায়ন
এই জটিল আবর্ত
চলছে নিশিদিন
ধুধু চরাচর
কেন জাগে... বাকিটুকু পড়ুন