সমস্যাঃ সরকারী হাসপাতালে সাধারন মানুষের হয়রানী ও নিম্ন মানের সেবা
আমার পরামর্শঃ যত সরকারী মন্ত্রী, সচিব, বিসিএস ক্যাডার, কর্মচারী আছে তারা কেউ অসুস্থ হলে বাধ্যতা মূলক তাদের সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে হবে । কেউ কোন প্রাইভেট ক্লিনিক বা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে পারবে না।
সম্ভাব্য ফলাফলঃ সরকারী হাসপাতালের সেবা রাতারাতি বদলে যাবে।
সমস্যাঃ বাংলাদেশে অবাধে বৃক্ষ নিধন ও বনায়ন কমে যাওয়া
আমার পরামর্শঃ জনসাধারণকে একটি করে বৃক্ষ রোপণের জন্য ৪ জিবি ইন্টারনেট ডাটা বিনামুল্যে প্রদান করার ঘোষনা করা।
সম্ভাব্য ফলাফলঃ বাংলাদেশ রাতারাতি আমাজন জঙ্গলে পরিণত হবে
আরো অনেক সমস্যা নিয়ে আমার কিছু পরামর্শ আছে পর্যায়ক্রমে লিখব যেমনঃ
* ভিক্ষাবৃত্তি বন্ধ করা
* ঘুষ বানিজ্য বন্ধ করা
* প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা
* ঘুষের বিনিময়ে চাকুরী বন্ধ করা
* পুলিশের দুর্নীতি বন্ধ করা
* নির্বাচনে ভোট কারচুপি বন্ধ করা
* বিএনপির রাজনৈতিক দুরাবস্থা থেকে মুক্তি পাওয়া
২০০৩ সালে আমি ও আমার এক বন্ধু একটি সরকারী কলেজে ভর্তির জন্য গিয়ে দেখেছিলাম ছাত্র নেতাদের ভর্তি বাণিজ্যের ব্যাবসা রমরমা। তখন আমি আমার বন্ধুকে বলেছিলাম ছাত্র নেতাদের ভর্তি বাণিজ্যের ব্যাবসা বন্ধ করার একটা উপায় আছে সেটা হচ্ছে ভর্তির সিস্টেম অনলাইন করে দিলে তখন ছাত্র নেতাদের ভর্তি বাণিজ্যের কোন সুযোগ থাকবে না। বর্তমানে সরকার অনলাইনের মাধ্যমে ভর্তি করাচ্ছে ফলে ছাত্র নেতাদের ভর্তি বাণিজ্য আর আগের মত নেই, তাই বলে ছাত্র নেতাদের ভর্তি বাণিজ্য কিন্তু সরকার বন্ধ করতে পারে নাই, কিন্তু আমি বলছি ছাত্র নেতাদের ভর্তি বাণিজ্য পুরোপুরি বন্ধ করা সম্ভব।
লেখাটাকে হয়ত অনেকে মজা হিসেবে নিতে পারেন কিন্তু চিন্তা করে দেখুন এই সব সমস্যা দুর করা কিন্তু সম্ভব।
আপনাদের মতামত মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫