আমার কষ্ট গুলো আমি একাই লালন করি সযত্নে বুকের ভেতর
বুকের ভেতর মন- মনকে বলি কদিস না
চোখের ভেতর ভাঙ্গা স্বপ্ন- চোখকে বলি আর স্বপ্ন দেখিস না
মাঝ রাতে ঘুম ভাঙ্গে, চমকে উঠি- ঘুমকে বলি ভাঙ্গিস না
অজান্তেই ডেকে ফেলি নাম ধরে- তবু তুই আসিস না
ডাকবো না- মুখকে বলি ডাকিস না।
রঙ্গলিলার দুনিয়ায় কে বোঝে কার ব্যাথা!- স্বার্থপর তুই কারও ব্যাথা বুঝিস না।
বুকের ভেতর ছুরি চালা, রক্ত দেখে উল্লাস তোর- চালিয়ে যা
ক্ষমতার দাপট ওয়ালা- ক্ষমতা তুই ছাড়িস না।
আমি আমার জগৎে আমার মতো স্বপ্ন বুনতে ভুলে গেছি। - কারিগর
তোকে ভালোবাসি স্বপ্নের জগতটা স্বপ্নের মতো করে সাজিয়ে যা- আর একবার।