পাহাড়পুর বৌদ্ধবিহার।
একা একা ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি আর ছবি তোলা।
একা একা ঘুরি আর মনের সুখে ছবি তুলি। দুপুর হয়ে গেলো। বউ আমার ফোন দিয়ে জিজ্ঞাস করে তুমি কই। আমি বলি পাহাড়পুর বৌদ্ধবিহার । বউ শুনে তো সেই রকম রাগ । বলে পাহাড়পুর বৌদ্ধবিহার গেলা আমারে নিয়া গেলা না ক্যান । আমি তো মহা অবাক । বললাম তোমারে না বললাম চলো ঘুরে আসি। সে বলে তুমি যে পাহাড়পুর বৌদ্ধবিহার যাবা তা তো বলো নাই । আজকে বাড়ি আসো তোমার খবর আছে । কি আর করা তার পর ভয়ে ভয়ে পাহাড়পুর ঘুরি আর ছবি তুলি ।
দেয়ালের গায়ে নিচের দিকে মাটির ফলকে জীব-জন্তু, দেব-দেবীর ছবি খোদাই করা।
পাহাড়পুর যাদুঘর। আমি যেদিন গিয়েছিলাম যাদুঘর বন্ধ ছিল । যাদুঘর দেখতে পারিনি।
এভাবে ঘুরতে ঘুরতে ৩ টা বেজে গেলো। ফেরার পথ ধরলাম।
যারা পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে জানতে আগ্রহী তারা ক্লিক করুন
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৪ সকাল ১১:০৪