উইকিপিডিয়া, যদিও অধিকাংশ লোকই জানেন, এটি একটি উন্মুক্ত অনলাইন বিশ্বকোষ যা বর্তমানে ২৯১টি ভাষায় চালু রয়েছে - এবং এটি এমন একটি বিশ্বকোষ যা আপনার এই মহুর্তে মনে পড়ছে এরকম প্রায় সব বিষয়ই কাভার করেছে। তথ্য খুঁজতে গিয়ে গুগল সার্চ করে উইকিপিডিয়ার আর্টিকেল পড়েননি এমন কম ইন্টারনেট ব্যবহারকারীই খুঁজে পাওয়া যাবে। সেই উইকিপিডিয়াই প্রতি বছর সেপ্টেম্বরে আয়োজন করে থাকে উইকি লাভস মনুমেন্টস নামে ফটোগ্রাফি কনটেস্ট যার থিম হলো, প্রতিটি দেশের স্থানীয় হেরিটেজগুলোকে ছবির মাধ্যমে সংরক্ষণ করা, সংশ্লিষ্ঠ হেরিটেজ সম্পর্কিত উইকিপিডিয়া আর্টিকেলটি ছবির মাধ্যমে ইলাস্ট্রেট করা ও ছবিটি বিশ্বের মানুষের কাছে উন্মুক্ত লাইসেন্সে প্রদাণ করা যাতে সবাই সেটি ব্যবহারের সুযোগ পান। উইকিপিডিয়া যেহেতু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গড়া সুতরাং আমাদের আর্টিকেলগুলো বা সেগুলোতে ছবি দিয়ে সম্বৃদ্ধ করতে আমাদেরই এগিয়ে আসতে হবে।
উইকি লাভস মনুমন্টেস কি?
উইকি লাভস মনুমন্টেস হলো একটি আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা যা প্রতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী এটিই এখন পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় ফটোগ্রাফি কনটেস্ট। প্রতিযোগিতাটি আয়োজনের মূল উদ্দেশ্য হলো, অংশগ্রহণকারী প্রতিটি দেশের স্থানীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুনমেন্টসগুলোর ছবি সংগ্রহ করে সেগুলো মুক্ত লাইসেন্সে প্রদান করা যাতে ছবিগুলো উইকিপিডিয়াসহ অন্যরা ব্যবহারের সুযোগ পান। ২০১০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের মনুমেন্টস-এর ১৪ লাক্ষ ৬৯ হাজার ছবি যুক্ত হয়েছে।
উইকি লাভস মনুমেন্টস স্পেশাল কেন?
* পুরো প্রতিযোগিতাটি সাড়া বিশ্বের অসংখ্য উইকিপিডিয়া স্বেচ্ছাসেবক দ্বারা আয়োজন ও পরিচালিত হয়।
* প্রতিযোগিতাটি সবার জন্য উন্মোক্ত ও অংশগ্রহণের জন্য কোন যোগ্যতা বা ফি-এর প্রয়োজন নেই।
* ২০১৩ সালে ছয়টি মহাদেশের ৪০টির উপর দেশ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
নিজের ছবিগুলো বিশ্বকে দেখানোর সুযোগ:
* বিজয়ী বা বিজয়ী নয়, এরকম প্রায় সবগুলো ছবিই উইকিপিডিয়া আর্টিকেলে ব্যবহার করা হয় যেখান থেকে নিজের ছবিটি মিলিয়ন মিলিয়ন লোক দেখতে পারে।
* প্রতি বছরের প্রতিযোগিতার বিজয়ী ছবিগুলো আন্তর্জাতিক মিডিয়ার কাভারেজ পায় ও বিভিন্ন সংবাদমাধ্যম থেকে ছবি ও ফটোগ্রাফারের নাম শেয়ার করা হয়ে থাকে। উদাহরণ: bbc.com
* উইকি লাভস মনুমেন্টস নামে উইকিপিডিয়ার আর্টিকেলে প্রতি বছর প্রথম পুরস্কার প্রাপ্ত ছবিটি ফটোগ্রাফারের নামসহ যুক্ত হয় (Wiki_Loves_Monuments#Winners)।
* ইউনোস্কোসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ও ব্র্যান্ড এই ছবিগুলো ফটোগ্রাফারের নাম তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোক মাধ্যম থেকে পোস্ট করে থাকে। তাদের মিলিয়ন ফ্যানের কাছে দেশের ঐতিহ্য ও নিজের ছবি ফুটিয়ে তোলা যায়। উদাহরণ:
* উইকিপিডিয়ার ফেইসবুকের কাভার ফটো ,
* UNESCO-এর টুইটার থেকে;
প্রতিযোগিতাটি কোথায় ও কিভাবে?
প্রতিযোগিতাটি উইকিমিডিয়া কমন্সে আনুষ্ঠিত হয়। কমন্স হলো উইকিপিডিয়ার মিডিয়া রেপোজেটরি যেখানে মুক্ত লাইসেন্সের ছবিগুলো আপলোড করা হয় ও সেখান থেকেই উইকিপিডিয়া আর্টিকেলের বিভিন্ন ছবি যুক্ত করা হয়। এটি মূলত উইকিপিডিয়ার ছবির সেন্ট্রাল ড্যাটাবেজ হিসেবে কাজ করে। বাংলাদেশ এবারই প্রথম এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। স্থানীয় প্রতিযোগিতাটি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতায় প্রতিটি দেশ স্থানীয় মনুমেন্টস নিয়ে অংশগ্রহণ করে। এরপর স্থানীয় প্রতিযোগিতা থেকে প্রতিটি দেশ ১০টি সেরা ছবি নির্বাচন করে ও সেই দশটি ছবিকে আর্ন্তজাতিক প্রতিযোগিতায় পাঠানো হয়। এখানে ফঠোগ্রাফারদের আন্তর্জাতিক পুরস্কারের পাশাপাশি স্থানীয়ভাবেও পুরস্কার জেতার সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রতিযোগিতাটি এবার প্রথম হচ্ছে এজন্য আমরা এ বছর শুধুমাত্র সরকারী তালিকার ৪৫২টি প্রত্নতাত্ত্বিক স্থাপনা নিয়ে প্রতিযোগিতাটি আয়োজন করবো।
প্রয়োজনীয় লিংকসমূহ:
আপলোড ও বিস্তারিত: : Wiki Loves Monuments 2016 (Bangladesh)
আন্তর্জাতিক সমন্বয়: wikilovesmonuments.org
এই প্রতিযোগিতা সম্পর্কে উইকিপিডিয়া আর্টিকেল: Wiki Loves Monuments
২০১৫ সালের বিজয়ী ছবিসমূহ: Wiki Loves Monuments 2015 winners
উইকিপিডিয়াতে কেন ছবি দিবেন বা কেনো কন্ট্রিবিউট করবেন এ সম্পর্কে আমার পুরাতন এই পোস্টটি দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৭