আগের মতই যারা এই পর্বে আমার সঙ্গী হইয়াছিলেন তাদেরসহ, আমার ক্যামেরা, মোবাইল ও নিজেকে কৃতজ্ঞচিত্তে স্বরণ করিয়া এই পোস্টখানা। একই সাথে ধন্যবাদ এই খাড়া রৌদের ভিত্রে সার্বক্ষনিক আমাকে সঙ্গ দেওয়ার জন্য। শিরোনাম দেখিয়া আগের পোস্টে কেউ আগ্রহী হইলে এই লিংকে ক্লিক করিয়া সেইখানে প্রবেশ করিতে হইবে।
ইহাকেও কি ক্যাপশন দিয়া চিনাইতে হইবে?
যদিও এখন ঠিক মনে নাই তবে এটা আগের ছবিরই একটা ভার্সন হতে পারে, খুব সম্ভবত ইডিট করা হইয়াছিল
ইহাই সেই বিখ্যাত ছবি যেটা মিঃ নরেন্দ্র মোদি সাহেব ব্যবহার করিয়াছিলেন বটে কিন্তু ক্রেডিট দেন নাই, যদিও ক্লিয়ারভাবেই লিখিত ছিল ফটোগ্রাফারকে ক্রেডিট দিতে হইবে
ছবিটি চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তা থেকে ধারণকৃত
এই ছবিটি আপলোপডের সাথে সাথে টের পাইলাম সংসদ ভবনের ছবি বেশি হইয়া যাইতেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সংলগ্ন পুকুর, জায়গাটুকু ভাষা আন্দোলনসহ অনেক ছাত্র আন্দোলনের স্বাক্ষী
মহাখালী বাস টার্মিনাল
ইহা ঢাকার চক্রজালে নব্য যুক্ত হওয়া হাতিরঝিলের দ্বিতীয় সেতু
হাতিরঝিলে, তবে এখন দেখতে আর একটু বেশি সুন্দর হইয়াছে
গুলশান-বারিধারা লেক
বিমানবন্দর রেল স্টেশন
বিমানবন্দর রেল স্টেশন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
এরা র্যাব, ছবিটি এই বছরের পহেলা বৈশাখে ফাল্গুন শোভাযাত্রায় দায়িত্বপালনরত অবস্থায় ধারণকৃত
এবং যথারীতি আমার বাসার ছাদ থেকে ধারণ করা আকাশ। যদিও ছবিটি সন্ধ্যার এই পোস্টের সাথে কন্ট্রাডিকটরি তবুও দিলাম কারন আমার ইচ্ছা
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮