ভর দুপুরে এই খাড়া রৌদের মধ্যে আমার সঙ্গী হইয়াছিলেন শ্রদ্ধেয় সাইফুল ইসলাম সাহেব এবং পরাণের দোস্ত রফিক খান। তাদের কৃতজ্ঞচিত্তে স্বরণ করিয়াই এই পোস্ট খানা।
চন্দ্রিমা উদ্যানের ভেতরের পুকুর
ক্রিসেন্ট লেকের উপর অবস্থিত ব্রিজ
ক্রিসেন্ট লেক, গণভবনের পাশ থেকে তোলা
ক্রিসেন্ট লেক ব্রিজের উপর থেকে তোলা লেকের ছবি
চন্দ্রিমা উদ্যানের প্রধান প্রবেশ পথ
মেজর জিয়াউর রহমানের কবরেরে চারটি প্রবেশ পথের একটি
জিয়াউর রহমানের প্রধান সমাধি কমপ্লেক্স
জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সের ভেতর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র
বাংলাদেশ সামরিক যাদুঘর
বাংলাদেশ সামরিক যাদুঘরে ভারতের তৈরি QF 3.7-inch mountain howitzer যা ১৯৭১ সালে মুজিব বাহিনী ব্যবহার করতেন
সামরিক যাদুঘরে প্রদর্শনীতে রাখা নৌবাহিনীর দুটি জাহাজ
এটি আইডিবি ভবনের পাশের গোলচত্বরের মনোমেন্ট, পোস্টটা লেখার সময় জায়গাটার নাম ভুলি গেছি এছাড়া মনুমেন্টার নাম কেউ জানলে দয়া করে জানাবেন
আইডিবি ভবন
সংসদ ভবনের সামনের মাঠ
এইডাতো মেঘের ছবি সবাই দেখতেছেনই তয় ছবিটি দেওনের কারন এইডা আমার বাড়ির ছাদ থেইক্কা তোলা
এই পোস্টটারে পর্ব এক বানানোর ইচ্ছা আছে তয় এই মুহূর্তে কথা দিতে পারছি না
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫৯