ছাত্র নামধারী হারামজাদারা সড়ক দূর্ঘটনায় ঢাবি'র এক ছাত্রের মৃত্যকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর করেছে ।দেশের কোথাও সড়ক দূর্ঘটনায় ছাত্র মারা গেলেই ছাত্রদের একটায় কাজ গাড়ি ভাঙো,পথচারীদের উপর ,যাত্রীদের উপর হামলে পড় !
গাড়ি ভাঙচুর, সিএনজি ভাঙচুর কারী এই হারামজাদাদের ধরলেও ছেড়ে দিতে হয় পুলিশকে । কারণ, তাহলে এই ফকিরনির পোলারা না হয় গাড়ি ভাঙতেই থাকবে ।
আরে ফকিরনির পোলারা, ভাঙতে যদি হয় মন্ত্রীর গাড়ি ভাঙ,সড়ক মন্ত্রনালয়ে গিয়ে মন্ত্রীর হাড়ঘোড় ভাইঙ্গা দে। কারণ,এই নেতারাই গরু ছাগলকে ড্রাইভিং লাইসেন্স দেয় সড়কের উন্নয়ন না করে টাকা লুটপাট করে ।সড়ক ব্যবস্থার বেহাল দশা করে রাখছে যারা তাদের হাড়গোড় ভাইঙ্গা দে কয়েকটার।
নিঃসন্দেহে প্রতিটি মৃত্য কষ্টকর। প্রতিটি মৃত্য বেদনাদায়ক। কিন্তু, গাড়ি ভাঙলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে ? কষ্ট কমে যাবে ? নিহতের পরিবারের কেউ কি গাড়ি ভাঙে?
সড়ক দূর্ঘটনায় সাধরন পাবলিক মরে আবার এই সাধরণ পাবলিকরাই প্রতিবাদের নামে অন্য সাধরণ পাবলিকের সম্পদ ধ্বংস করে । এতে কি আদৌ কোন লাভ হচ্ছে ?
যারা প্রতিবাদের নামে ভাঙচুর, সাধরণ পাবলিকদের মারে সেসব ছাত্র নামধারী গুন্ডাদের জন্য এই পোষ্ট। যে সব ছাত্ররা এসব সমর্থন করে না তাদের জন্য এই পোষ্ট না।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৬