দেশের মানুষের মধ্যে ব্যাপক আবেগ কাজ করে । সায়েন্স ল্যাবটরির সামনে কয়েকজনকে দা নিয়ে দৌড়া দৌড়া করতে দেখে একজন ব্লগে এসে পোষ্ট দিল ৪-৫ হাত লম্বা দা নিয়ে দৌড়া দৌড়া করছে ..৪-৫ হাত লম্বা দা আছে কিনা আমি দেখি নাই। কেউ দেখে থাকলে আওয়াজ দিয়েন।
মরহুম হুমায়ূন আহমেদের পরিবারের সাথে দেখা করতে গিয়ে ড. ইউনুস বলেছেন ‘দেশে তো মানুষই নেই, একজন ছিল, সেও চলে গেল’.. শুধু সাধরণ ব্লগারই না ড. ইউনুসের মত ব্যাক্তিত্বের মধ্যেও এক ধরনের সস্তা আবেগ কাজ করে ।যেটা এসব মানুষদের কাছ থেকে সাধরন পাবলিক আশা করেনা।
দেশে মানুষ যদি ঐ একজনই থাকে তাহলে ড.ইউনুস কি? অমানুষ নাকি শাকিব খান ?
হুমায়ূন আহমেদ নিঃসন্দেহে অত্যান্ত জ্ঞানী এবং জনপ্রিয় মানুষ। মানুষটির জন্য সাধরণ পাঠকের মনে যে ভালবাসা আছে সেটাকে পুঁজি করে এমন ডায়লগবাজি না করলে কি হয় না?
২..
ম্যাগাজিনের মূল টপিক বি.স এর কাছে জানি শনিবার।জমা দেয় রোববারে ।বেশ কয়েকমাস ধরে একটা ব্যাপার লক্ষ্য করছি নিজের মাঝে । সেটা হচ্ছে টপিক শোনার আগে মনে মনে কামনা করি অন্তত দুইটা টপিক যেন না আসে । একটা শেখ হাসিনা একটা আবুল। লেবু বেশী কচকালে যা হয় আর কি । ইদানিং শেখ হাসিনা নামটা এমনই বিরক্তিকর পর্যায়ে চলে গিয়েছে ।
মানুষের মধ্যে নাকি কিছু না কিছু হলেও ভাল গুন থাকে । কিন্তু এই মহিলার ভাল গুন খুঁজতে অনুবীক্ষন যন্ত্র লাগবে । প্রচন্ড প্রতিশোধ পরায়ন এই মহিলাটা যেমন বাঁচাল তেমনি চরম আজব একটা প্রানী। মজার ব্যাপার হচ্ছে বিদেশে গেলে এই মহিলার মুখের লাগাম আরো থাকেনা।
আবুল কে দেশপ্রেমিক বলার পাশাপাশি বেশ জগন্য আর একটা কাজ করছে হাসিনা লন্ডনে ।
যুগান্তরের যুক্তরাজ্য প্রতিনিধি গোলাম মোস্তফার গুমের কালচার থেকে আমরা মুক্তি পাব কি না প্রশ্নটির জবাব দিতে গিয়ে হাসিনা বলেছেন, বিএনপির লোকেরাই চট্টগ্রামের ব্যবসায়ী নেতা জামালউদ্দিনকে হত্যা ও গুম করেছিল। বিএনপি চালু করে দিয়ে গেছে। এখন রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। বিএনপি নেতা ইলিয়াস আলীর নাম উল্লেখ না করে তিনি বলেন, যেভাবে উত্থান সেভাবেই পতন।
লন্ডনের সাপ্তাহিক জনমতের সম্পাদক নবাব উদ্দীন তখন জানতে চান, আপনি ইলিয়াস আলী সম্পর্কে এসব কথা বলছেন কি না। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি কারও নাম বলতে চাই না। আপনি বুঝে নেন কার সম্পর্কে বলছি। যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিল, যারা যে কাজের সঙ্গে যুক্ত, তাদের সে কাজেই পতন হয়।
শেখ মুজিবের পতন যেভাবে হয়েছে তাতে শেখ হাসিনার সামনে এখন কেউ যদি দাঁড়িয়ে বলে বাকশালের পাপেই শেখ মুজিবের পতন হয়েছে এবং শেখ মুজিবের উচিত শিক্ষা হয়েছে তাহলে হাসিনার খারাপ লাগবে বলে মনে হয় না। যদি হত তাহলে হাসিনার কারণেই অনেক মানুষ বিটিভি দেখা ছেড়ে দিতনা।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১২ রাত ১২:১৭