পিচ্চিবেলা থেকে ২০০১
আমাদের এলকায় একজন ডাক্তার ছিলেন সুকুমার কাকা। এলাকায় এমন একটা পরিবার পাওয়া যাবেনা উনার চিকিৎসা নিয়ে খুশি হননি । যেমন উনার ব্যবহার তেমন রোগীর প্রতি আন্তরিকতা। প্রবাসী হওয়ার আগ পর্যন্ত দেখেছি রাত ৩টা কি সকাল সাতটা যে কোনো সময় উনার কাছে গেলেই উনি উনার পুরাতন ব্যাগটা নিয়ে হাজির। খাবার সময় হয়েছে আর এলাকার কোন পরিবার উনাকে না খেয়ে যেতে দিয়েছেন এমনটা শুনিনি নি কখনো।
পারিবারিক ভাবে উনাদের পরিবারের সাথে আমাদের বেশ ভাল সম্পর্ক। অবশ্য উনি আমার আব্বুর বেশ বড় সড় লস করেছিলেন। ১৯৮৫ সালের দিকে সুকুমার কাকার বুদ্ধিতে আব্বু বাজারে আব্বু ফার্মেসি দেন ।
ফার্মেসীতে রোগী দেখতেন সুকুমার কাকা।আব্বু যেমন সহজ সরল ছিলেন কেউ বাকী চাইলেই দিয়ে দিতেন সুকুমার কাকাও আব্বুর মত ছিলেন। ফলাফল,১বছরের মাথায় প্রায় ১লাখ ৮৫টাকার ফার্মেসি ( ঐ সময়ে প্রায় ২লাখ টাকা অনেক কিছু ছিল) মনে হয় হাজার বিশেক টাকায় বিক্রি করে দিতে বাধ্য হয়েছে আব্বু।
কিন্তু এরপরও সুকুমার কাকার প্রতি আব্বু কিংবা আমাদের কারো কোনো অভিযোগ ছিলনা। কারণ,উনি ছিলেন চরম সৎ একজন মানুষ। কোনরকম দুই নম্বরীর মধ্যে ছিলেনননা।
২০০১ থেকে ২০০৭
২০০৭ এ যখন দেশে ছুটিতে যায় এলাকায় সুকুমার কাকার আগের সেই সুনাম নেই । আপদে বিপদে আগে যারা সুকুমার কাকাকে ছাড়া রোগী দেখাতেননা উনারা সুকুমার কাকার প্রতি আর আগ্রহ নাই। তেমন একটা খোঁজ খবর নিলাম না।
২০০৭ থেকে ২০১১
২০১১ সালে আবার যখন ছুটিতে গেলাম তখন সুকুমার কাকার সাথে একদিন লোকাল বাসে দেখা। কাকা বলে আদাব দিয়ে সিটটা ছেড়ে দিলাম। এরপর বাজারে যখন নামলাম তখন আমার সামান্য একটা সমস্যা নিয়ে কাকাকে জানাতেই কাকা আমাকে ইউরিন টেষ্ট থেকে শুরু করে প্রায় ৪-৫টা টেষ্ট দিয়ে বললেন এইগুলো পরীক্ষা করিয়ে উনাকে দেখাতে । বাহির হওয়ার সময় একটা নির্দিষ্ট ল্যাবের নাম বলে দিলেন যে অমুক যায়গা থেকে পরীক্ষাগুলো করাতে হবে ।
কাকার চেম্বারের সামনে থেকেই রিক্সায় উঠলাম। কথা প্রসঙ্গে রিকশাওয়ালা যা বললেন সারমর্ম হচ্ছে , আগের সেই সুকুমার ডাক্তার নাই। আগে গেলে কত মায়া কইরা চিকিৎসা করত আর এখন গেলে খালি পরীক্ষা আর পরীক্ষা।
সুকুমার কাকা এখন পুরো ব্যবসায়ী। শুধু সুকুমার কাকা না দেশে কয়েকমাস থাকার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি দেশের ৯০ ভাগ ডাক্তার একেকটা কসাইয়ে পরিণত হয়েছে ।
পেটে গ্যাস জমলে ডাক্তারের কাছে গেলেও বেশ কয়েকটা পরীক্ষা দিয়ে একটা ল্যাবের ঠিকানা ধরিয়ে দেয়।
অবাক করার ব্যাপার হচ্ছে কয়েক ঘন্টার আগের রিপোর্ট ডাক্তারের কাছে নিয়ে গেলে সেটা দেখেনা। ডাক্তারের পছন্দের ( পড়তে হবে কসাইখানার সাথে ডাক্তারের চুক্তি যে ল্যাবে ) সে ল্যাবে আবার পাঠায় পরীক্ষার জন্য !
ডাক্তারী এখন দেশে বেশ লাভজনক একটা ব্যবসায় পরিণত হয়েছে । আর ডাক্তার হবার আগেই ডাক্তারী পড়ুয়ারত একজনকে সেদিন সেলিব্রেটি আওয়ার'স নামের একটি আড্ডায় প্রশ্ন করেছিলাম..
লাখ দশেক টাকা খরচ করা একজন হবু ডাক্তার আপনি।একটা সময় ছিল ডাক্তারদের টাকার চেয়ে মানবসেবাটাকেই বেশী প্রাধান্য দিত। আর এখন ডাক্তারদের কসাই এর সাথে তুলনা করা হয় ডাক্তারদের ক্লিনিক,ল্যাব বানিজ্যের জন্য। হবু ডাক্তার আপনার কাছে প্রশ্ন
১..ডাক্তারি পাস করার পর আপনি কি কোন ল্যাবের সাথে চুক্তিবদ্ধ হয়ে যাবেন?
হবু ডাক্তারের উওর - ল্যাবের সাথে চুক্তিবদ্ধ হব কিনা জানিনা, সময় আমাকে কোথায় কোন পরিস্থিতে নিয়ে যাবে জানা নেই...।
ঢামেক এলাকায় সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে তাতে হবু ডাক্তাররা যা ঘটিয়েছে তাতে মনে হয়নি ওদের মানবসেবার শিক্ষা দেওয়া হয়। যেভাবে হবু ডাক্তাররা সাংবাদিকের মাথা ফাটিয়ে দিয়ে রোগী বানিয়ে দিয়েছে ওদের সন্ত্রাসী ছাড়া আর কি বলা যেতে পারে ।
এখন অনেকেই হয়ত বলতে পারেন দেশের সব শিক্ষা প্রতিষ্টানে মারামারি হয় হবু ডাক্তাররা করলে দোষ হয়ে যায়? সন্ত্রাসী হয়ে যায়?
ব্রাদার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে সন্ত্রাসী ছাত্রদের সাথে নিজেদের নাম লেখাতে আপনাদের বিবেককি একটুও বাধা দেয়নি ?
মহান এই পেশাটিকে ল্যাব বানিজ্য সহ অনেক কিছু করে আপনার তেরটা বাজিয়ে ছাড়ছেন এখন সন্ত্রাসী রূপ ধারণ না করলে কি হতনা?
হবু ডাক্তারদের ভয়ে একজন সাংবাদিক যখন আপসোস করে বলে সাংবাদিক তাই ঢামেক এলাকায় পরিচিত মুখ। আর এই সাংবাদিক হবার কারণেই কাছের আত্মীয়টাকে দেখতে যেতে পারছিনা । কারণ,হবু ডাক্তাররা যদি আমারও মাথা ফাটিয়ে দেয়!
ডাক্তার ভাইয়েরা বোনেরা, জাতি আপনাদের সুকুমার ডাক্তারদের ভূমিকায় আর পাবার আশা করেনা । কারণ, মানবতা এখন ব্যবসায়ীক চাপে হারিয়েছে । সুকুমার ডাক্তার হতে না পারেন অন্তত সন্ত্রাসী হয়ে যাবেননা। কারণ,সন্ত্রাসীদের হাতে মার খেয়ে আপনাদের কাছেই চিকিৎসার জন্য যায় সাংবাদিকরা আপনারাও যদি মাইর দেওয়া শুরু করেন যাবে কার কাছে ?
সর্বশেষ পরিস্থিতি: ঢামেকে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য ঢুকতে পারছেনা। একরকমের আপোষ হবার পরও সাংবাদিকরা যাতে ঢুকতে না পারে সেজন্য পাহারা বসিয়েছে ডাক্তার হবু ডাক্তাররা!!!