লন্ডন সফররত হাসিনাকে জুতা,টমেটো,ঝাড়ু প্রদর্শন নিয়ে বেশ সমালোচনা করছে একটি পক্ষ। যুক্তি দেখানো হচ্ছে এতে নাকি দেশের ভাবমূর্তিকে ধর্ষণ করা হয়েছে । কারণ,নিজ দেশের প্রধানমন্ত্রীকে এভাবে জুতা প্রদর্শন নাকি অসভ্যতা।দেশের ভাবমূর্তি নাকি পুরা ধর্ষন হয়ে গেছে ।
এবার দেখা যাক শেখ হাসিনা লন্ডন গিয়ে কিভাবে দেশের ভাবমূর্তিকে উজ্জল করছে তার কিছু নমুনা:
১...আবুল হোসেন দূর্নীতিবাজ নয় সাচ্চা একটা ইমানদার দেশ প্রেমিক ।
২.. চীনের একটি প্রতারক কোম্পানিকে কাজ পাইয়ে দেয়ার জন্য বিশ্ব ব্যাংখ আবুল হোসেনকে বারবার চাপ দিচ্ছিল।এতে রাজী না হওয়ায় নাকি বিশ্বব্যাংক আবুলের বিরুদ্ধে লাগছে ।
৩..বর্তমান সরকারের আমলে দূর্নীতি শূন্যের কোটায়।
শেখ হাসিনার উপরের পয়েন্টগুলো কি চরম অসভ্যতা না বিশ্বদরবারের সামনে ? দেশের একজন নাগরিক হিসেবে আমার মতামত হচ্ছে এর চাইতে অসভ্য মিথ্যাচার আর কিছুই হতে পারেনা।
এখন প্রশ্ন আসতে পারে শেখ হাসিনা অসভ্য হলে কি দেশের নাগরিকদেরও কি অসভ্য হয়ে প্রধানমন্ত্রীকে জুতা প্রদর্শন করতে হবে?
আমার পাল্টা প্রশ্ন হচ্ছে ... আপনার দিকে যদি পাগলা কুকুর তেড়ে আসে আপনি কি করবেন? কুকুর কামড়ে গেলে কামড়ে যাক বলে চুপ করে থাকবেন নাকি লাটি হাতে তুলে নিয়ে কুকুর তাড়াবেন?
আমি বলব এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়না বরং বৃদ্ধি হয় । কারণ, হাসিনার এইসব মিথ্যাচার মিডিয়ার কল্যানে সারা বিশ্ব শুনছে । এখন এইসবের যদি প্রতিবাদ না হয় তাহলে বিশ্বের কাছে কি আমরা কাপুরষ প্রমাণিত হবনা? বিশ্ব জানল আমরা প্রতিবাদ করতে জানি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ রাত ২:৪৫