গেলবার যখন ছুটি থেকে ফিরলাম অপ্রত্যাশিত ভাবে বেশ ভাল একটা জব পেয়ে গেলাম।বেশ ভালই চলছিল সবকিছু । একদিন বস আমাকে ডাকলেন।বললেন,তুমি এখন থেকে নিজেকে ইন্ডিয়ান পরিচয় দেবে । মেজাজ প্রচন্ড বিগড়ে গেল।এরপরও যথাসম্ভব ঠান্ডা মেজাজে বললাম,আগামীতে আমার কাজের দক্ষতার জন্য আমাকে বেতন দেওয়া হবে নাকি আমি ইন্ডিয়ান পরিচয় দেব নিজেকে সে জন্য আমাকে বেতন দেওয়া হবে?
-অবশ্যাই তোমাকে কাজের দক্ষতার উপর আমরা জব দিয়েছি এবং তোমার ন্যায্য বেতন দিচ্ছি ।
-তাহলে আমাকে ইন্ডিয়ান পরিচয় দিতে হবে কেন?
এরপর বস আমাকে এমন কিছু কথা অভিযোগ করলেন যেগুলোর জবাব দেওয়ার মত কোন যুক্তি আমার কাছে ছিল না।নিজেকে ভারতীয় বলে পরিচয় দেওয়া আমার পক্ষে সম্বভ না বিপরীতে একবার যেহেতু কথা উঠেছে সেহেতু এই টপিক বারবার আসবে তাই পরদিন থেকে ঐ জবটা ছেড়ে দিলাম।
এরপর আরো এক যায়গায় কাজ করলাম।গত কয়েক বছরে যে প্রশ্নটি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছি সে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশী নাকি ইন্ডিয়ান? যখন বাংলাদেশী বলি তখন বিপরীত দিকের মুখের যে অনুভূতি সেটা দেখতে ইচ্ছা হয়না।
ঐ জবটি ছেড়ে দেওয়ার পর এক মিশরী আমাকে একটা জবের অফার করে বলল,পাসপোর্টের ফটোকপিটা দিলেই হবে ।এখানকার সব চাইতে বড় মোবাইল অপারেটর এসটিসি এ । প্রায় ৮০ এর কাছাকাছি বেতন,বাসা,টিকেট ফ্রি ।পরদিন পাসপোর্টের ফটোকপি দিতেই অবাক হয়ে বলল,তুমি কি বাংলাদেশী?আমি তো ভেবেছি ইন্ডিয়ান।তুমি তো জান,বাংলাদেশীদের ট্রান্সফার বন্ধ।ইন্ডিয়ান হলে আমি তোমাকে এখনি নিয়োগ দিতে পারতাম। যদি কখনো বাংলাদেশীদের ট্রান্সফার চালু হয় আমি তোমাকে কল করব।
কয়েক মাস আগে বেশ ভাল একটা জব পেয়েছি । সুযোগ-সুবিধা বেশ ভাল।গতকাল বস বলল,কেউ জিজ্ঞাসা করলে তুমি বলবে তুমি ইন্ডিয়ান।
এই জবটা না হয় ছেড়ে দিলাম। কিন্তু কোথায় পাব জব?অনেক বছর ধরে বাংলাদেশীদের ট্রান্সফার বন্ধ কারণ,আমাদের সরকারের কোন দায়িত্ব নেই আমাদের উপর।
সৌদি কূটনৈতিক হত্যার বিচার তো হচ্ছেইনা এর উপর সিলেট -বনাম ব্রাক্ষনবাড়িয়ার পাবলিকদের সংঘর্ষ ,পর্নো ব্যবসা,ধর্ষন,মাদক ব্যবসা সব মিলিয়ে সৌদি আরবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সম্মান নিয়ে টিকে থাকার সব পথ বন্ধ হয়ে গেছে ।
কয়েকজন ভারতীয় কিংবা পাকিস্তানী একত্রিত হলে ব্যাবসা নিয়ে জব নিয়ে আলোচনা করে ৯৫ভাগ বাংলাদেশী হাসিনা-খালেদাকে নিয়ে আলোচনা করে একজন আরেকজনের মাথায় বাড়ি দেয়।
আমি জানি এখন আমাকে অনেকেই গালি দিবেন। অনেকেই কবির লাইন টেনে অনেক কিছু বলবেন। কারণ,আপনি জানেননা আমাদের বাংলাদেশ এম্বাসীগুলো কতটা দূর্নীতিবাজ,দলবাজিতে ব্যস্ত,দীপু মনির মত একজন দায়িত্বহীন পররাষ্টমন্ত্রী থেকে শুরু করে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে বিএনপি আওয়ামীলীগের সন্ত্রাসীরা এসে এদেশে কি করছে ।
আর সহ্য হয়না। পারবনা স্বাধীন দেশের নাগরিক হয়ে অন্যদেশের পরিচয় দিতে নিজেকে।একমাত্র পথ এই দেশটা ভারতের অংশ হয়ে যাওয়া।৭১ এর মহান মুক্তিযোদ্ধাদের দায়ও শেষ হবে । কারণ,যারা নিজেদের জীবনের বিনিময়ে এই দেশটা দিয়ে গিয়েছে নিজেকে ভারতীয় বলে সেসব শহীদদের অপমান করার সাহস আমার নেই।কারণ এমনিতে যারা নিজেদের রক্তে এ স্বাধীন `বাংলাদেশ' দিয়েছে সে স্বাধীন `বাংলাদেশ' কে আমরা প্রতিনিয়ত খুন করছি ।এখন যদি নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে হয় তাহলে মুক্তিযোদ্ধাদের ধর্ষন করাই হবে ..দুঃখিত আমি তা পারব না।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১২ দুপুর ২:১৫