দুই বঙ্গ-পশ্চিম আর পূর্ব।আমাদের ভাষা এক,আমাদের সংস্কৃত এক;আমরা আত্মার আত্মীয়।
কিন্তু কথায় আর কাজে এর কোন প্রতিফলন দেখি না
কলকাতার টিভি চ্যানেল গুলোর মুল বাজার এখন বাংলাদেশ ।কলকাতার সিরিয়াল(অতিরঞ্জিত অভিনয়,মেকআপ,টেনে বড় করা কাহিনি) এর কারনে বাংলাদেশের মহিলারা ভুলেই গেছে যে বাংলাদেশেও ভাল নাটক হয়।
সন্ধার পর মহিলাদের কাছ থেকে টিভি রিমোট নিতে গেলে নির্ঘাত রক্তারক্তি হয়ে যাবে।
তবে দুঃখের বিষয় এই যে,কলকাতার টিভি চ্যানেল গুলো বাংলাদেশে রাজার হালে চললেও,বাংলাদেশের কোন টিভি চ্যানেল কলকাতায় সম্প্রচার করতে দিতে দাদা বাবুদের যেন;বরই অনীহা।
তবুও কষ্ট পেতাম না,কিন্তু কষ্ট পাই তখন,যখন-
সদ্য প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এপার-ওপার দুই বাংলাতেই সমান জনপ্রিয় হওয়া স েত্বও কলকাতার কোন টিভি চ্যানেলে বা সংবাদ পত্রে তার মৃত্যু সংবাদ গুরত্ব পায় না।কলকাতার সব চেয়ে জনপ্রিয় সংবাদপত্র "আনন্দ বাজার" তাদের অনলাইন সংস্করণ এ হুমায়ুন আহমেদ এর মৃত্যু খবর দেয় টুকরো খবর হিসেবে!!
তখন প্রশ্ন জাগে,প্রশ্ন করতেই হয়-এই আমরা আত্মার আত্মীয়?
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩৯