আকাশের দামি মেঘ চিরে, হেলে থাকে সূর্যালোক
এ বেলা দেখে আসা দিগন্তে খুঁটিহীন নীল ছাদ
শষ্য’র অনির্ধারিত উৎসমুখ, সত্য প্রবাদ।
সুস্পষ্ট আলোয় থাকা সুদূর, দুর্বিনীত সবাক।
নাতিশীতোষ্ণ নিম্ন অঞ্চলের পৌষমাস এখন
রচনা দৃশ্যে অভিমানের ঘোমটা তোল-সুকৃতি
এখানেও হাড়ভাঙ্গা দর্পন ছিল -ছিল বিস্মৃতি।
বুনিয়াদী সম্প্রীতি গড়ে যৌবন; করে মেহমান।
পথের ধারে সেইসব জন বাসা বদল করে
দীনতার মধ্যে পুরান মধ্যমা নেই, বিলক্ষণ
অবদান সকলের হাতে দিয়ে, দাঁড়ায় প্রবীণ।
লোকালয়ের লোকায়ত আকুতি, নিত্য সরে।
জনম মাঠির শত নিবেদন, পড়ে থাকে খাঁজে
পরগনা যে তলিয়ে যায়, ভাসান মাটির মাঝে।