হয়তো আমি ভুল পৃথিবীতে জন্ম নিয়েছি।
যেই পৃথিবীতে প্রতিনিয়ত হতাশা,
অন্যের থেকে নিজেকে বড় করে দেখানোর প্রতিযোগিতা।
প্রতি পদক্ষেপে ব্যার্থতা
জীবনের অর্থহীনতা
মানুষের মূল্য তার চেহারায়- পোশাকে,
গাড়িতে বা বাড়িতে
আত্মহত্যা যেখানে স্বাভাবিক বিষয়
স্বেচ্ছাচারিতা যেখানে ক্ষমতার নির্দশন
আমি সে পৃথিবীতে জন্ম নিতে চাইনি,
হয়তো আমি ভুল পৃথিবীতে জন্ম নিয়েছি।
আমার পৃথিবী হবে বৈষম্যবিহীন
যেখানে মানুষের পোশাককে না,
মানুষকে বিচার করা হবে।
যেখানে চিন্তার কোন বাধা থাকবে না,
প্রেমের কোন বাধা থাকবে না।
যেখানে আমার কিছু থাকবে না,
আর তোমার কিছু থাকবে না
সবই হবে আমাদের।
কিন্তু আমি সেই পৃথিবীতে জন্ম নিতে পারি নি ,
হয়তো আমি ভুল পৃথিবীতে জন্ম নিয়েছি ।
12.11.20
খুলনা
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৭