নিচের ছবিটাতে গোল চিহ্নিত করা সাদা বিন্দুটা হলো আমাদের পৃথিবী। স্যাটেলাইট voyeger সৌরজগৎ অতিক্রম করার সময় ছবিটা তোলা।
এই বিন্দুর চেয়েও ছোট পৃথিবীটার ছোট্ট একদেশের ছোট্ট এক শহরে আমি থাকি।
মাঝে মাঝে মনে হয় জীবনের মানেটা কি ? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা,চারপাচটা বইয়ের পাতা উল্টানো, বিকালে পিটিআই পর্যন্ত যেয়ে সন্ধ্যার আগে ফিরে আসা এবং আবারও পরের দিন একই কাজ করা...
তবে আমি একা না, শতশত বছর ধরে আমার মত অসংখ্য আবির এ শহরে জন্ম নিয়েছে,সামনেও শতশত আবির আসবে ...
একদিন আমার মতো তারাও চলে যাবে পৃথিবী থেকে।
কিন্তু এ ক্ষুদ্র পৃথিবীর কোন যায় আসবে না, পৃথিবী তার নিজের মত চলতে থাকবে।
মাঝে মাঝে ভাবি জীবনের মানে টা কি, আর সত্যি বলতে, জীবনের কোন মানেই নেই ...
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭