কয়েকদিন আগে আমার এক আতেল বন্ধু কি একটা কথার সূত্রে বলেছিল," আমি এটা গুগলে পাইছি,আর গুগল কখনো মিথ্যা বলে না।"
কিন্তু সত্যিই কি তাই?
Banned হওয়া TEDx এর একটা লেকচারে অবাক করার মত একটা তথ্য ফাঁস করেছিলেন Eli Periser। 2011 সালের সেই লেকচারটা ঊনি বলেন,"Google অথবা Facebook আমাদের যেকোনো সার্চের রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে দেখে 57 টার মতো সিগন্যাল। যেমন :
1. আমাদের লোকেশন অর্থাৎ আমরা কোন দেশ বা শহরে বাস করছি...
2. আমরা কোন ব্রাউজার ব্যাবহার করছি
3. আমরা কোন কম্পিউটার ব্যাবহার করছি ইত্যাদি
প্রমাণ হিসেবে তিনি একই সময়ে তার দুই দেশে থাকা বন্ধুদের egypt (মিশর)' লিখে সার্চ দিতে বললেন। একজনের পেজে আসল মিসরে চলমান বিক্ষোভের লিংক (2011 সালের বিক্ষোভ)আর আরেকজনের পেজে আসল মিশরের বিভিন্ন পর্যটন লোকেশনের লিংক !
অথচ তারা একই সার্চ ইন্জিন দিয়ে একই বিষয়ে সার্চ করেছে!
শুধু লোকেশন আলাদা।
অর্থাৎ যেকোন বিষয়ে কি আসলে হচ্ছে সেটা আপনি দেখছেন না, তারা আপনাকে যা হয়েছে তার মধ্যে যেটুকু দেখাচ্ছে তাই দেখছেন !
কোনটা আমার দেখা উচিত আর কোনটা না সেটা কেন একটা ফালতু রোবট সার্চ ইন্জিন ঠিক করবে?
এটা সত্যিই অবাক করার মত!
TEDx লেকচারটার লিংক :
https://youtu.be/p6vM4dhI9I8
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩১