মেয়ে: কী হয়েছে তোর?
আমি: কই? কিছু না?
-তাহলে?
>তাহলে কী?
-লিখিস না কেন?
>মানে কি? কিছুই তো বুঝছি না।
-মানে, আগের মত গল্প লিখস না কেন?
>ও এই কথা।
-কিরে উত্তর দিস না কেন?
>না মানে, আসলে সময় পাই না।
-লেখার জন্য আলাদা সময় লাগে?
>হুম।
-তোর কী এমন কাজ যে সময় নাই?
>আছে তো। অনেক কাজ।
-ফাজলামি করিস আমার সাথে? সারাদিন তো fb তে পড়ে থাকিস।
>হুম, না না।কি বলিস? আমি fb তে থাকি না।
-ঐ মিথ্যে বলবিনা। কাল থেকে লেখালেখি করবি।
>আসলে সময় পাচ্ছি না। কাগজের মোড়ক নিয়ে ব্যস্ত আছি।
-কাগজের মোড়ক? সেটা আবার কি?
>short film
-তুই শর্ট ফিল্ম বানাবি? কে দেখবে? আজাইরা টাইম আর টাকা নষ্ট করার দরকার আছে?
>তোরা মেয়েরা এমন কেন? কিছু করার আগেই টাকার চিন্তা করিস!
-দর্শক পাবি কই?
>তাদের কি দরকার? তুই আছিস না?
-যাহ। ফাজিল।
>হুম সেটাই তো বলবি। বাকীটুকু না বলাই রয়ে যাবে।
হা হা হা, গল্পের ফাঁকে ছোট-খাট একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম।হ্যাঁ আমারই বানানো প্রথম শর্ট ফিল্ম কাগজের মোড়ক। কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন। আমি শুধু ইউটিউব লিংকটা শেয়ার করলাম।