কলেজ স্ট্রিট যাব , কফি খাব ।
বন্ধু রনির জন্য একটা বই কিনতে কলেজ স্টিট যেতে হল মিনিকে নিয়ে । বই কিছুটা কম প্রচলিত হওয়ায় দোকানদার বলল- দাদা বৌদিকে নিয়ে একটু শরবত থেয়ে আসুন । সারাজীবন মনে রাখবেন । দুপুর পেরিয়ে তখন বিকেল ছুই ছুই করছে । মনে মনে ভেবে রেখেছিলাম বই কিনে কফি পান করে বাসায় যাব । কিন্তু দোকানদার যেমন করে বলল তার কথা ফেলতে পারলাম না ।
হাটা দিলাম ”প্যারামাউন্ট” নামের শরবতের দোকানের উদ্দ্যেশে । বিখ্যাত “কফি হাউজ” হাতের বা দিকে রেখে কিছুটা আগালে ডান দিকের মোড়ের থেকে ২০০গজ দূরে পড়বে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত এই দোকান ।
ছোট, গোছানো, ছিমছাম পরিবেশ । আছে নানা মনিষীর ছবি । হরিণের মাথাও আছে দেয়ালে বাঁধানো । বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের কপিতো বাঁধাই করে রাখা আছে ।
প্রায় বিশ-পচিশ রকমের শরবত পাওয়া যায় মৌসুম অনুযায়ী । দাম হাতের নাগালে ।
কত শত বিখ্যাত ব্যক্তি শরবত পান করে গেছে এই দোকানে । কথা হল মালিকের সাথে তিনি বললেন স্বদেশী আন্দোলন নাকি হত এই দোকান থেকে । বাইরে শরবত বিক্রি ভেতরে আন্দোলনের আলোচনা ।
”ভাবতে ভাল লাগলো হয়ত আমি মিনিকে নিয়ে বসে আছি যতীন দাসদের বসা চেয়ারে । শরীর কাটা দিয়ে উঠছিল ।”
মনে মনে বললাম ”বিপ্লব চিরজীবি হোক ” ।
Address: 1/1/1D, Bankim Chatterjee Street, B. C. Street, College Square, Kolkata, West Bengal 700073, India
Phone:+91 33 2219 2433
Hours:· 9:00 am – 10:00 pm
১)
২)
৩)
৪)
৫)
৬)
৭)
৮)
৯)
১০)
১১)
১২)
১৩)
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩১