কিভাবে যাবেনঃ-
প্রথম পথঃ- ঢাকা (এসি/নন এসি বাসে ) থেকে কামাক্ষা মন্দির যেতে হলে ঢাকা-বুড়িমাড়ি-শিলিগুড়ি-কামাক্ষা ষ্ট্রেশন (শিলিগুড়ি থেকে রাতের ট্রেনে উঠলে সকালে কামাক্ষা ষ্ট্রেশন)
দ্বিতীয় পথঃ- ঢাকা থেকে সিলেট তামাবিল বর্ডার নন এসি বাস । এরপর সুমো জিপ (শেয়ার বা রির্জাভ) বা প্রাইভেট কারে শিলং । শিলং থেকে সুমো জিপ (শেয়ার বা রির্জাভ) বা প্রাইভেট কারে কামাক্ষা মন্দির
কোথায় খাবেনঃ- ভারতের যেখানেই যান না সব জায়গাতেই বিভিন্ন ধরনের বিভিন্ন দামের খাবার পাবেন ।
কোথায় থাকবেনঃ- শিলং বা গুহাটি/গুরাহাটি/গোহাটিতে থাকা বিভিন্ন ধরনের হোটেল আছে । ভাড়া ৫০০রুপি থেকে শুরু করে ৫০০০/১০,০০০হাজার রুপি পর্যন্ত ।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১