চারটা বড় ব্লগ দিলাম কেউ যাতে বিরক্ত না হয়ে যান তাই একটা ফটো ব্লগ দিলাম । কিছু ইনফো সাথে থাকলো ।
"ভ্রমণ বাংলাদেশ" গ্রুপে ইভেন্ট দিলাম । আগ্রহী বন্ধুর সংখ্যাও কম না । ২২জনের দল ঠিক করলাম শুক্রবার সারাদিন নৌকা ভ্রমণ করবো আমরা । সকাল ৮.৩০ এ খিলক্ষেতে এসে জড় হলাম সবাই । নাস্তা করলাম সবাই এক সাথে মিলে। হিউম্যান হলার করে ইছাপুরা ঘাট থেকে নেমে দেশী ফল আর মিষ্টি নিলাম । নৌকা করে যাই পুবাইল । দুপুরে খেলাম মাছ, আলুভর্তা, মরিচ ভর্তা , ঝাল মুরগী । বিকেলে ইছাপুরার মিষ্টি খেয়ে ফিরলাম বাসায় ।
১
প্যানারমিক ভিউ
২.
স্বচ্ছ পানি পরিষ্কার আকাশ সবুজ গাছ মন প্রাণ ভরিয়ে দেয় ।
৩.
রোদে বসে থাকবেন, দেখবেন চারদিকের সৌন্দর্য ।
৪.
মাঝে মাঝে মেঘের আপ্রাণ চেষ্টাকে হারিয়ে বের হয়ে আসে সূর্য ।
৫.
দুষ্টু ছেলের দল সদলে নেমে পড়েছে পানিতে । ঠান্ডা পানিতে গোসলের মজাই আলাদা ।
৬.
মাছ ধরছে জেলে ভাই । মাছের স্বাদের তুলনা নাই ।
৭.
শেষ বিকেলের আলো ।
৮.
এই রকম কত শত নৌকা ভেসে বেড়ায় বালু নদীর বুকে ।
৯.
বেশি পানি হলে এই ব্রিজ দিয়ে নৌকা চালানো কঠিন হয়ে পড়ে ।
১০.
নদীর টাটকা মাছ পেয়ে সরকারী বিজ্ঞান কলেজের সেলিনা সুলতানা আপা আর মনা দুষ্টামি
১১. .
দলের একটি অংশের গ্রুপ ছবি ।
১২.
উত্তর খানের একটি অংশ । বালু ভরাট করে প্লট বানানোর চেষ্টা ।
১৩.
বিকেলে আড্ডাতে মুড়ি চানাচুর ।
১৪.
নৌকার ছাদ আড্ডার উপযুক্ত স্থান ।
১৫.
পুবাইন বাজারে পাওয়া যায় শুটকি মাছ ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫