সংবাদ বিজ্ঞপ্তি
দেশের র্শীষ সাতটি পর্বত চূঁড়ায় অনুসন্ধান ও উচ্চতা পরিমাপের ফলাফল
বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অভিযাত্রী ট্রেকার- পর্বতারোহীরা দেশের সর্বোচ্চ পর্বত শৃংগগুলোর বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন। প্রায় শত শত ট্রেকারের অনুসন্ধানী কার্যক্রমের ফলশ্রুতিতে বিভিন্ন সময় দেশের সর্বোচ্চ চুঁড়াগুলোর সন্ধান মিলেছে । দেশের জাতীয় দৈনিকসহ অন্যান্য গনমাধ্যমেও এগুলোর বিষয়ে বেশ কিছু সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ের যাবতীয় উদ্দ্যোগ-ই ছিল ব্যক্তি পর্যায়ের কিংবা বিচ্ছিন্ন অথবা কোন একক সংগঠনরে পক্ষ থেকে । যথাযথ অনুসন্ধানের মাধ্যমে র্শীষ পর্বত শৃংগগুলোর সুস্পষ্ট অবস্হান ও উচ্চতা জানা ও তা প্রকাশ করা ছিল সংশ্লিষ্ট সকলেরই ঐকান্তিক কামনা । সেই লক্ষ্য সামনে রেখেই এ বিষয়ে দেশের অভিজ্ঞ একটি সংগঠন “ভ্রমণ বাংলাদেশ” এবং অনলাইন ফোরাম “এডভেঞ্চারবিডি” একটি সমন্বিত উদ্দ্যোগ গ্রহণ করে। দেশের শীর্য সাতটি পর্বত চূঁড়ায় অনুসন্ধান ও উচ্চতা পরিমাপ কার্যক্রমের আওতায় কয়েকটি অভিযান চালানো হয় । আর শীর্ষ চূঁড়াগুলো নির্ধারিত হয় নিম্নবর্ণিত পদ্ধতি ও উপকরণ গুলোর সমন্বয়ে :
১ । US 1:250K Topographic Map (United States Topographic Maps)
২। Russian 1:200K Topographic Map
৩। SRTM data (Shuttle Radar Topography Mission : NASA)
৪। ASTER (Advanced Space Borne Thermal Emission and Reflection Radiometer)
৫। Google Earth
৬। Data recorded by trekkers using handheld GPS receiver.
উচ্চতা পরিমাপ ও জরিপের উদ্দেশ্য নিয়ে পরিচালিত অনুসন্ধান কার্যক্রমের ফলাফল সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রকাশ করা হল:
ক্রম - পর্বত চূঁড়ার নাম- উচ্চতা - পরিমাপের তারিখ
1. মদক তং বা সাকাহাফং - ১০৫০ মিটার / ৩৪৪৫ ফুট- ১২-১২-২০১৪
2. জ-ত্লং- ১০১৪. মিটার / ৩৩২৮ ফুট - ১৩/০৪/২০১৪
3. দুমলং- ১০১০ মিটার / ৩৩১৫ ফুট - ০৭/১১/২০১৭
4. কেওক্রাডং - ৯৮৫ মিটার / ৩২৩০ফুট- ০২-০১-২০১৫
5. কংদুক বা যোগীহাফং- ৯৮৩ মিটার / ৩২২২ ফুট- ০৬/০১/২০১৫
6. মাই-থাইজমা - ৯৬৯ মিটার / ৩১৭৯ ফুট- ০৬-০১-২০১৫
7. লুকু ত্লাং বা থিন্দলতে- ৯৫৭ মিটার /৩১৩৯ ফুট - ০৯-০৬-২০১৪
“ভ্রমণ বাংলাদেশ” এর সদস্যরা ১৯৯৮-৯৯ সাল থেকে দেশের সুউচ্চ পর্বত শৃংগ, প্রত্যন্ত এলাকার নতুন নতুন ট্রেইল, ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠীর আবাস-আবাসন, জীবনধারা ও সংস্কৃতি নিয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছরই “ভ্রমণ বাংলাদেশ” এর বেশ কিছু অভিযান-অভিযাত্রা ও অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয় দেশের বিভিন্ন এলাকায়। তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের চরম উন্নতির যুগে দেশের সর্বোচ্চ চূঁড়া নিয়ে তথ্য বিভ্রাট স্পষ্ট হয়ে যায় সংশ্লিষ্ট বোদ্ধা মহলে অনেক আগে থেকেই। তাই এ বিষয়ে একটি সমন্বিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা - হয়ে ওঠে সময়ের অনিবার্য দাবী। সময়ের সে দাবী পূরণ করার লক্ষ্যেই এই পর্বত শৃংগ পরিমাপ ও জরিপের কাজটি পরিচালিত হয় গত একবছর ধরে । প্রায় সাত -আটটি অভিযানে “ভ্রমণ বাংলাদেশ” ও “এডভেঞ্চাচারবিডি-র প্রতিনিধি দল বা অনুসন্ধান কর্মীরা এই কাজটি চালিয়া যায় যথেষ্ঠ প্রতিকূলতা ও বিপদ সংকুল অবস্থা সামনে রেখে, সামলে নিয়ে। অনুসন্ধান কর্মীদের মাঝে অভিযাত্রী রাতুলবিডি ব্যক্তিগত ভাবে প্রতিটি চূঁড়ায় উপস্থিত থেকে জিপিএস রিডিং নেন ও এর ছবি সংগ্রহ করেন।
এই অভিযান গুলোতে পরিমাপের জন্য জারমিন ইট্র্যাক্স-৩০, ইট্র্যাক্স সামিট, ইট্র্যাক্স ৭৬সিএসএক্স ব্যবহৃত হয় । যে গুলোর প্রতিটিতেই পৃথক ব্যারম্যাট্রিক অল্টামিটার (বায়ুর চাপ নিভর উচ্চতা মাপক যন্ত্র) থাকাতে অনেক নিভূল পাঠ দেয়। দেশের জিপিএস বিশেষজ্ঞ শামসুল আলম জিপিএস ম্যাপ-ট্রেইল ও অন্যান্য টেকনিক্যাল বিষয় মনিটর করেন ও যাবতীয় কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রণয়ণ করেন ।
বরাবর
বার্তা সম্পাদক
আপনার বহুল প্রচারিত সংবাদমাধ্যমে সংবাদটি প্রচারের জন্য অনুরোধ করা গেল।
রবিউল হাসান খান মনা
সাধারণ সম্পাদক, ভ্রমণ বাংলাদেশ
০১৭১১-২৭৭২৫০
রাতুলবিডি( শাহিন আহমাদ কামরুল গাফ্ফার )
মডারেটর : এডভেঞ্চারবিডি
০১৯১১-৯৭২০৭৯
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬