লাল পাথর
নিস্তরঙ্গ সময়গুলি জড়ো হয়ে লাল পাথর হয়ে গেলো,
আমি পাথরের উপর পা ছড়িয়ে বসলাম,
সবাই জানলো আমি বসলাম বলেই পাথর এমন লাল হলো।
ধাক্কা সামলে উঠতে না পেরে বাসের মেয়েটি আমার উপর পড়েছিলো,
বেশ ধরতে পেরেছিলো সে আমার চোখ লাল হয়ে ওঠার মানে,
এবার সে শোধ নিবে বলে আমাকে শাসিয়ে বললো,
উহু, তুমি এমন সাধু পুরুষ নও যে তুমি বসলেই বাতাস লালপাথর
হয়ে যেতে পারে, তুমি অন্যদের বোকা বানাতে পারো,
আমি ঠিকই বুঝতে পারি তোমার বাতাসের লালপাথর হওয়ার মানে।
সত্যি গল্পটি আমি কেবল বাতাসকেই বলতে পারি,
আমার শরীর ফেটে রক্ত বাতাসে জড়িয়ে থাকে বলেই
মেয়েদের সাজ-পোষাকের রং এতো লাল।
২৫.০৩.২০১৪, ঢাকা।
আমার ৬ষ্ঠ কাব্যগ্রন্থ 'কুমীরের ডিমবসতি' সংগ্রহ করুন। যোগাযোগ: ০১৯১৬৪৫৬৮৭২
কুমীরের ডিমবসতি