ভালোবাসায় ভাবায়, ভালোবাসায় হারায় মন।
ভালোবাসায় বাড়ে পাগলামী, তাইতো
রাত জেগে ছাইপাস লিখা গুলো, তোমার কানে কবিতা হয়ে উঠে।
অজানা অচেনা সুর পেয়ে হৃদয় রাঙিয়ে যায়।
হাতছানি দেয় নতুন কোন সুখের , নতুন কোন স্বর্গের।
মন আর স্বপ্নে থাকতে চায় না,
কিসের এক অকৃত্তিম টানে, তোমার পানে ছুটে যাওয়া।
তোমায় মনে করে মাঝরাতে ঘুম ভাঙ্গা নয়তো তোমার ভেবে ভোর হওয়া
জীবনের যত ভালোলাগা, যত ভালোবাসা, যত খুশি, যত হাসি, যত দু;খ, যত অপূর্নতা আর যত পূর্নতা।
সবকিছু যেন তোমায় নিয়ে, একি ভালোবাসা নাকি সবার্থপরতা?
হেমন্তের হিমেল হাওয়ার মত এখনো মন ছুঁয়ে যাও।
এখনো বাতায়ন খুলে বৃষ্টির জন্য অপেক্ষা করি।
আকাশের গায়ে অনেক মেঘের ছুটোছুটি। সেথায় তোমার -আমার বসতি কোথায় বলো?
মুখে বিরক্তি, কিন্তু হৃদয়ের কিসের এত হাহাকার
চোখে কামনা আর কথায় এত মায়া, কোথায় লুকাবে বলে?