; একসময় মানুষ তিন/চার বছরেও ঘুরতে যাওয়ার প্ল্যান করত কি না, সন্দেহ আছে! আর এখন মানুষ একটু সময় পাইলেই কম সময়ে কত জায়গা ঘুরতে পারবে সেই হিসাব করে। দিন বদলাইছে। একটু 'রিলাক্স' না করতে পারলে মানুষের মন এখন বেশি আনচান করে। আমি মানুষ। তাই সূত্রানুসারে যান্ত্রিক নগরী থেকে বের হয়ে গিয়েছিলাম 'বান্দরবান।'
বান্দরবানে এবার আমার দ্বিতীয়বারের মত যাওয়া। রাতে বাসে উঠেছিলাম 'শ্যামলী' নামে অতিমাত্রায় ভদ্র এক বাসে। কিন্তু চকচক করলেই সোনা হয় না আর ভদ্র বললেই ভদ্র হয় না! বাস ড্রাইভার যে হারে বাস নিয়া 'অভারটেকিং' নামক কাটাকুটি খেললেন! তাতে আমার মত অনেকেই নামায, সাদকাহ মান্নত সহ জীবনে জানা সকল সূরা আওড়িয়ে ফেলেছেন তাতে কোন সন্দেহ নাই। আমি শিউর যে জনাবে ছোটবেলায় নকিয়া ১১০০ মোবাইলে 'স্নেক গেম' খেলাতে চ্যাম্পিয়ন ছিলেন!
জীবনটা কোনমতে নিয়া বান্দরবান পৌঁছাইলাম। শুরু হইল 'বগা লেক' এর উদ্দেশ্যে যাত্রা। ১ নং ঘাট নামে এক জায়গা আছে, সেই পর্যন্ত ভালই পৌঁছাইলাম কিন্তু পৌছাইতে-পৌছাইতে আমাদের গাড়ি নষ্ট হইল। পুনরায় যে গাড়িতে উঠলাম তার ড্রাইভারের চেহারা দেইখা আমার মনে হইল হয় উপজাতিরা 'বুড়া' হয়না অথবা অল্পবয়সেই তারা 'পাকা ড্রাইভার' হয়ে যায়। এর বয়স যদি ৫০ ও হয় তবে নিমেষেই তাকে ১৮ বছরের কিশোর বলে চালাইয়া দেয়া যাবে। যাউকগা রওয়ানা দিলাম। রুমা বাজার আসলাম। কিন্তু বাজারের নাম 'রুমা' কেন? তা নিয়া আলোচনার কোন সুরাহা করতে পারলাম না! অবশেষে বগালেকের রাস্তা!! আপনি যদি কখনওই বগালেকে না গিয়ে থাকেন, তবে আর যাওয়ার দরকার নাই। আর যদি গিয়ে থাকেন তবে 'ওরে জনাব আমি ও আপনার মত বেঁচে ফিরছি!!!' এই রাস্তায় গিয়া আমি বুঝলাম যে মানুষ মরার ভয় নিয়া, জীবনের হাল ছেড়ে দিয়ে, তওবা করার পরেও যে কাজ করে তাকে 'অ্যাডভেঞ্চার' বলে। উহা যদি রাস্তা হয় তবে বিশ্বাস করেন, আমার বাসার সামনের ভাঙ্গাচোরা গলি পৃথিবীর সব থেকে সেরা রাস্তা। অবশেষে বগালেকে পৌঁছাইলাম। মনে হইল পৃথিবীর সেরা সুন্দরীকে 'প্রপোজ' করার সাথে সাথে 'ইয়েস' বলে দিল! আমার আনন্দ এর চেয়ে আর ভালভাবে বুঝাইতে পারব না।
বগালেক থেকে ফিরে গেলাম নীলগিরি। আমি বুঝলাম, যে পৃথিবীর একটা ছোট দেশ বাংলাদেশ, তার একটা ছোট অংশ বান্দরবান, সেই বান্দরবানের একটা ছোট অংশ নীলগিরি! এইটা যদি এত্ত সুন্দর হইতে পারে তবে না জানি পৃথিবীটা আল্লাহ কতইনা সুন্দর করে বানাইছেন!! সুবাহানাল্লাহ। নীলগিরি থেকে চিম্বুক, মিলনছড়ি, স্বর্ণমন্দির, মেঘলা, নিলাচল এবং অবশেষে আমি আবার ঢাকাতে। আলহামদুলিল্লাহ, ঘোরাঘুরি ভালই হইল। কিন্তু 'তুমি একটা চুউর, আমি একটা চুউর। দু'জনে করব চুরি দু'জনাকে। আগে তুমি আমাকে পরে আমি তুমাকে' এই গানের মর্মার্থ যদি আপনি না বুঝতে পারেন তবে ভাল। কারন সব গানের কোন মানে থাকে না। এই গানের ও নাই। এইটা আমাদের ট্যুরের গান। সব ট্যুরেরই একটা গান থাকে