সেদিন বিকেল ৪ টায় আইসিইউতে রিসিভ করলাম এক মধ্যবয়সী অজ্ঞান রোগীকে। মাথায় টাক (অকাল) দেখে একটু খেয়াল করেই চিনে ফেললাম যে গত ১ বছরে আরো দু’বার এখানে আনা হয়েছিল তাঁকে। প্রতিবারই ১০ থেকে ২০ টি করে স্লিপিং পিল খেয়ে অজ্ঞানের মতো হয়ে আসেন তিনি। তবে গতবার তাঁর অবস্থা ছিল বেশ সিরিয়াস, ভেন্টিলেটরে (কৃত্রিম শ্বাসযন্ত্রে) দিতে হয়েছিল তাঁকে। সাধারণত এসব রোগীরা বেঞ্জোডায়াজিপিন গ্রুপের ওষুধ খেয়ে থাকেন। দ্রুত হস্পিটালাইজেশন হলে স্টোমাক ওয়াশ এবং এন্টিডট ফ্লুমাজেনিল দেয়া হয়। ঐবার তাঁর এগুলো লেগেছিল। এবার ততটা ডিপে না বলে লাগেনি। যাহোক, সিম্পল চিকিৎসা ও অবজারভেশনের মাধ্যমেই ২/১ দিনে সুস্থ হয়ে ঘরে ফেরেন। আর এধরনের হ্যাবিচ্যুয়ালরা আসলে একেবারে আত্মহত্যার জন্যই এসব করেন না - মূলত একটি প্যানিক সৃষ্টি করাই মনে হয় মুখ্য!
ভদ্রলোক বেশ ধনী একজন ব্যবসায়ী। পরিচিতি বলছিনা। নিঃসন্তান। সমস্যা হলো তাঁর স্ত্রী অসম্ভব সুন্দরী একজন ওভার-স্মার্ট মহিলা, এয়ার হোস্ট্রেস (মাল্টি-ন্যাশনাল)। এইজ-ডিফারেন্সটা একটু বেশীই মনে হয়। প্রায়ই বাইরে থাকায় তাঁর স্বামী একাজটি করেন। খবর পেয়েই ছুটে আসেন। খুবই আকর্ষণীয় তাঁর অ্যাপেয়ারেন্স এবং কথা-বার্তা! বেশ যত্নবান হয়ে ওঠেন। বসে থাকেন তাঁর পাশে, সময় দেন। আবার বাসায় নিয়ে যান তাঁকে।
পরদিন ভোরে ওদের ক্যাবিনের দরজায় যথাবিহিত টোকা প্রদান করি। ‘কাম-ইন প্লিজ’ (নারী-কণ্ঠ)! সতর্ক করে অনুমতি নিয়ে ঢুকতেই বিব্রত বোধ করি। It’s alright! রোগী যেহেতু তেমন সিরিয়াস নন, তাঁদের প্রাইভেট টাইমে তাঁরা একটু রিল্যাক্স করতেই পারেন। কিন্তু আমি তো রীতিমত সতর্ক করেই নার্সসহ ঢুকেছি। তবুও দেখি ভদ্রমহিলা অনড় এবং একটু বেপরোয়া। অনেক মায়া হচ্ছিল তাঁর অবস্থা দেখে। শুয়ে থাকা রোগীর পাশেই টুলে বসে তাঁর (আবৃত) বক্ষচূড়া স্বামীর মুখে ঘসে ঘসে ঘুম ভাঙানোর চেষ্টা করে চলেছেন তিনি - ‘এই ওঠো, ওঠো, ওঠো না...!’ একটু পর বললেন, ‘ডক্টর! আরেক্টু পরে আসুন না, প্লিজ!’ চমৎকার এক সুবাস ছড়িয়ে ছিল ক্যাবিনটিতে।
ঘন্টা খানেক পর খবর নিলাম যে, রোগী অবশেষে জেগে উঠেছেন। পরদিন বিকেলেই চলে গেলেন। আগের বারই জেনেছি, ওরা কঠিন প্রেম করে বিয়ে করেছেন। কিন্তু এখন স্ত্রীর ফার্স্টনেসের দুর্বার মাত্রা মনে হয় স্বামীর আর অত পছন্দ হচ্ছে না। তাই মাঝে মধ্যে এ অবস্থা! এদিকে সন্তানও নেই। এ রোগের স্থায়ী সমাধান বেশ জটিল! তবে এবারের কার্যকর স্ত্রী-কর্তৃক নন-ফার্মাকোলজিক্যাল চিকিৎসা-পদ্ধতিটি(!) বেশ ভাবনার বিষয় বলেই মনে হলো!
বুঝি নাহ... জানার আছে অনেক কিছুই...
আগের পোস্ট: নববিবাহিতদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অতি সাধারণ দু'টি কথা
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৪