ছোট বেলায় ক্রিকেট খেলা মানে বাজিতে খেলা। বাজির দর ১০ টাকা থেকে শুরু। বেশির ভাগ সময় খেলা শেষ হইত দু পক্ষের মারা মারিতে। সুষ্ঠ ভাবে খেলা শেষ করতে পারা তখন একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। খেলা শুরু হওয়ার পর দেখা যাইত সবাই আম্পায়ারের চাইতে খেলা বেশি বুঝা শুরু করছে। বল প্লেয়ারের ১০ হাত বাহিরে দিয়া গেল তার পরও আম্পায়ার কেন ওয়াইট দিল না। আসলে এক হাত বাহিরে দিয়াও যায় নাই কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে। বল প্লেয়ারের পায়ে লাগছে আম্পায়ার নো ডাকলনা। আসলে প্লেয়ার এর পা ছিল অফ স্ট্যাম্পের বাহিরে।
শুধু যে আম্পায়ারের সমালোচনা ও মারা মারি ছিল তা না অনেক মজার ঘটনা ও ঘটছে সে রকম একটি মজার ঘটনা বলি।
আমাদের পাশের এলাকার সাথে ২০০ টাকা বাজিতে খেলতে গেলাম। খেলা হবে ১৫ ওভারের। টেপ টেনিস বল। যথা সময়ে খেলার জন্য গেলাম। প্লেয়ার ছাড়াও বিশাল দর্শক বাহিনী গেল আমাদের সাথে। তাদের ভাব সাব এমন খেলায় না জিতলেও মারা মারি করে জিতে আসতে হবে এই আর কি। বিশাল ব্যাপার এক একজন নিজেরে রক মনে করে। তারা বিভিন্ন পরিকল্পনা করচছে মারা মারি লাগলে কি করতে হবে। টসে জিতে প্রতিপক্ষ প্রথমে ব্যাট করল স্কোর ৮১ রান। ৮২ রানের লক্ষমাত্রা নিয়ে ব্যাট করতে নামলাম। টপ অর্ডারের বিরাট ভরাডুবি। মিডল অর্ডার খেলা চালিয়ে নিচ্ছে। এভাবে ৭৭ রানের মাথায় নবম ব্যাটসম্যানের পতন। এদিকে বল বাকি আর মাত্র ২টি। দশম ব্যাটসম্যান হিসাবে দোস্ত বেলাল নামছে। তারে কইলাম দোস্ত, চোখ বন্ধ কইরা মারবি তোর উপর ইজ্জত নির্ভর করতেছে। হাইরা গেলে সাথে আসা দর্শক বাহিনী প্রতিপক্ষ বাদ দিয়া আমগোরে ফিডাইতে পারে। হে কয় চিন্তা করিস না। বল যদি একবার লাগাইতে পারি তয় আর খুইজা পাবি না। দোস্তের আবার একটু স্বাস্থ্য ভাল। শরীরে শক্তিও আছে বেশ। সমস্যা একটা দোস্ত ব্যাটে বলে করতে পারে না। বেশির ভাগ বলই তার শরীরে আঘাত করে এ জন্যই শেষ ব্যাটসম্যান হিসাবে তারে নামাইলাম। যাই হোক প্রতিপক্ষ্য বোলার বল করতে আসছে দোস্ত রেডি বোলার বল করল, বিশাল এক বাউন্স। দোস্ত ইচ্ছামত ঘুরাইল ব্যাট হাত থেইকা ছুইটা মাঝ মাঠে চইলা গেল কিন্তু বল মাঠের বাহিরে। আম্পায়ার ৬ এর সিগনাল দিল। সবাই জেতার আনন্দে মাঠে দৌড়ে গিয়া দোস্তরে জড়াইয়া দরলাম। হঠাৎ খেয়াল কইরা দেখি দোস্তের কপালের পাশে বিশাল এক টিলার সৃষ্টি হইল। কইলাম কিরে ঘটনা কি, হে কয় দোস্ত বলতো ব্যাটে লাগে নাই, মাথায় লাগছে । কস কি মাথা দিয়া সিক্স মাইরা দিলি। যাউকগা চাইপা যা এই ঘটনা কাউরে বলবি না। আমরা যথারীতি বাজির টাকা নিয়া আনন্দ করতে করতে চইলা আইলাম প্রতিপক্ষ কিছুই টের পায় নাই।