আধুনিক তুরস্কের জাতীর জনক কামাল আতাতুর্ক'এর কাছ থেকে বিদ্রোহ করে সেনাবাহীনি ক্ষমতা নিয়ে নেয়; তাকে পাগলা গারদে ঢুকিয়ে দেয়।
একজন সুস্থ মানুষকে পাগল বানিয়ে পাগলা গারদে ঢুকিয়ে দিলে যা হয়। উনি মহা ভাব নিয়ে এক্স প্রেসিডেন্টের মতো পাগলা গারদ ঘুরে ঘুরে দেখছে। কিন্তু গারদের অন্য পাগলগুলাতো ঠিকই পাগল-ওরা আর ওনাকে ছেড়ে দেয় না। খাঁচার ভিতর থেকে একেকজন একেক ভঙ্গি করে আর এদিকে খোঁচা দেয় তো ওদিকে গুঁত্থা মারে।
এভাবে অনেক ক্ষন ত্যক্ত বিরক্ত হয়ে কামাল আতাতুর্ক হুঙ্কার দিয়ে বলে উঠে, এই তোমরা কি জান আমি কে?
ভেতর থেকে এক পাগলে জিজ্ঞায়ঃ কে ?
কামাল বলেঃ আমি তুরস্কের জাতীর জনক, কামাল আতাতুর্ক!
তখন অন্য পাগল জবাব দেয়ঃ ও তাই ! আমরা যখন প্রথম এখানে এসেছিলাম তখন আমারও এই কথা বলতাম, আমাদের সাথে কিছু দিন থাক সব ঠিক হয়ে যাবে।