(ভাষার জন্য প্রাণদানকারী সকল শহিদের স্মৃতির স্মরণে)
যুদ্ধে যাব, যুদ্ধে চল - প্রজন্ম চত্বর
"ভাব প্রকাশে বিশুদ্ধ বাংলা" , স্লোগান সবার ।
একটা জাতির একটা দেশ, বাঙ্গালীর বাংলাদেশ
বাংলা থাকুক, বাঙ্গালী বাঁচুক - হবেই শত্রুর শেষ ।
একই বাক্যে বাংলা-ইংলিশ ব্যবহার করে যারা
দেশের শত্রু, দশের শত্রু ভাষার শত্রু তারা ।
বাংলা ভাষার বিস্তৃতি হোক, বিকৃতি করে নয়
বিশুদ্ধ বাংলার স্লোগানে হবেই বাংলার জয় ।
আর কয়টা জাতি আছে বল, ভাষার জন্য এমন
অকাতরে বিলিয়ে দিল হাজার-লক্ষ প্রাণ !
আবার যদি প্রয়োজন হয়, নিয়ে আসব বায়ান্ন
মাগো, আমরাই রাজপথ কাঁপাবো, মুখের বুলির জন্য ।।
-২১/০২/২০১৬
[ যারা বুদ্ধিমান হওয়ার জন্য বাংলার সাথে ইংরেজী অথবা অন্য
ভাষা মিশিয়ে বাক্য বলে/ কথা বলে, তাদের অনুরোধ করবো,
এভাবে কথা বললে সেটা কোন প্রকারেই বুদ্ধিমান হওয়া সমর্থন
করে না, উল্টো হাস্যকর শোনায়। বাংলায় কথা বললে শুধু বাংলা ব্যবহার করেন, ইংরেজী
বললে শুধু ইংরেজী ব্যবহার করেন, অহেতুক বাংলা-ইংরেজী মিলিয়ে
জগাখিচুরি না করাই ভালো, আর ২১ শে ফেব্রুয়ারি আমাদের শহিদদিবস, সুখের কোন দিবস না,নিতান্তই শোকের দিন । তাই হ্যাপি শহিদদিবস হয় না !]
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২