প্রেম ! অবুঝ বালিকার মত
তার বসতবাড়ি অবুঝ বোকাসোকা হৃদয়েই ।
তন্বী, ষোড়শী শরীরের ভারী নিতম্ব
থেকে অধর, অক্ষি কোথাও প্রেম নেই ।
শুধু অভিজ্ঞতার ঝুলি দীর্ঘ থেকে দীর্ঘতর
ঐ ষোড়শী শরীরের প্রতিটি খাঁজে ।
বিবর্তনের ধারায় বিবর্তিত হতে হতে প্রেমের
ঠাঁই হয়েছে ইতিহাস নামক যাদুঘরে ।
প্রেম ! বিবর্তনের যুগে আজ নিঃস্ব
পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরুর মত
আম কাঁঠালের বাগান আর সরষে ক্ষেতের ফুলের মত
কাক ডাকা ভোর, রাঙামাটির পথের মত ।
অন্ধ চোখে আকাশ দেখা, বুকের ভিতর বিশাল ফাঁকা
ধূর্ত চোখের আকর্ষনে, অরুপ রুপের সম্মোহনে
দক্ষিন থেকে উত্তর মেরু, কোথাও প্রেম নেই, আজ তার
ঠাঁই হয়েছে ছাত্রাবাসের গোপন ঘরে, লিটনের ফ্লাটে ।।
-২০১৫
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪