বছরের প্রথম বৃষ্টি দেখেছিল দু'জোড়া তৃষিত চোখ
আবেগের মুর্ছনায় কত কি ভেবেছে ওরা ; ভেবেছিল
কি ? পরবর্তী কোন বর্ষায় ভেজা দুটি হাত, লজ্জায় লাল
সেই শিহরণ ! যা সম্পূর্ণ নতুন, অচেনা অথচ বাস্তবতার মুখ
ঢাকা মুখোশে জড়িয়ে ধীর পায়ে অগ্রগামী পথে হঠাৎ চোখ
তুলে সেই শিহরিত দৃষ্টি ! যা ভোলার নয়, ভোলা যায় না, পাগল
হয়ে দেখতে থাকা - বিন্দু বিন্দু বৃষ্টির ঝড়ে পড়া গাল
বেয়ে, একি বৃষ্টির ফোঁটা ! নাকি মুক্তোবিন্দু ! দেখেছি নিষ্পলক ।।
ভেজা শরীর, ভেজা মন, ভেজা হাত ঠান্ডা একটা শিহরণ
তোলে, ঠান্ডা রক্ত পাম্প করে হৃৎপিণ্ড ; ছড়িয়ে দেয় শরীর মন ।
প্রতিটি শিরা উপশিরায়, সেই ঠান্ডা স্রোত অনুভব করি, দুই
চোখ বুঝে, চোখের পাতায় বৃষ্টি ঝড়ে, আমার প্রথম তুমি সেই ।
বৃষ্টির ফোঁটা হালকা হয়ে আসে, হঠাৎ দেখি এক হয়েছে দুটি হাত
হাত ছেড়ে ভেংগে পড়ি হাসিতে, বুক ভরে যায় শিহরনে, যা অপরিচিত ।
১৬/০৩/২০১০
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫