হয়নি, তোমার পায়ের ধূলি আমার পায়ে মাখানো
তোমায় ছোঁয়া শীতল বাতাস হল না গায়ে জড়ানো ।
এলে না, আমার তুমি, আমার পাশে এলে না
বহুদিনের ভাবনা আমার সত্যি দলিল হল না ।
দিনে দিনে তুমি যাচ্ছ সরে আলোকবর্ষ দূরে
একা একা তবু জাপ্টে আছি সব পুরোনো স্মৃতিরে ।
পৃথিবীর বুকে দাঁড়িয়ে আমি পৃথিবীর বিপরীতে
বিপরীত পৃথিবীতে আমার হবে তুমি শুধু সেই আশাতে ।
আশার মুখে আগুন লেগেছে সর্বনাশা যন্ত্রনায়
কেন আমার প্রেমের কাব্য এতই বিষাদময় ?
আমার প্রেমে হারিয়েছি সব কষ্ট অর্জিত
কেউ জানে নারে বান্ধব মনে কিসের ক্ষত !
বাস্তবতায় জন্ম প্রেমের মাদকতায় মাতাল
বোকা তুমি ঠকবা খালি, বুঝবা না ধরনীর হাল-চাল ।
নিয়মের জালে অনিয়মের সুর গেয়ে যাই আমি একা
সামাজিকতার ভিড়ে অসামাজিকতায় করুন কাব্য গাঁথা ।
০৩/০৪/২০১১
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮