অ তে অর্থ, আ তে আবুল ; আবুল অর্থমন্ত্রী
খাইতে খাইতে ভূরি বাগিয়েছ, খাচ্ছ অর্থ-কড়ি ।
তোমার উদর এত্ত বৃহৎ, ভরে না'ক কভু পেট
তাই বিদ্যা শিক্ষা খাইতে চাচ্ছ দিয়ে নাম তার ভ্যাট ।
দ্রব্য খেয়েছ, পন্য খেয়েছ দিয়ে ভ্যাটের নাম
রাজ্য জুড়ে চলছে শুধু খাওয়ার সংকীর্তন ।
শিক্ষা জাতির মেরুদণ্ড ফেলবে এবার খেয়ে
শিক্ষাকেই পন্য করল তার মাথার গন্ডগোলে ।
একটা আবুল ব্রীজ খেল, আর এক আবুল শিক্ষা
'শিক্ষাটাই পণ্য হল' বুদ্ধিভ্রষ্টের দীক্ষা ।
শিক্ষা পেলাম, দীক্ষা পেলাম বাহুত্তুরার দেশে
মন্ত্রীর গাড়ীতে ভ্যাট লাগে না, ভ্যাট ! শিক্ষায় অবশেষে ।
সোনার বাংলা অন্ধ সেজেছে আউলা মাথার ভীড়
দুর্নীতি, হত্যা, গুম, লুটতরাজে দেশটা অস্থির ।
রং মেখেছে, সং সেজেছে পাকনা মাথার চুলে
সঠিক শিক্ষায় বিশ্ব উন্নত, আমরা- আমরাই পিছিয়ে ।
নিত্য নতুন সংবিধানে ভরে উঠেছে খাতা
দম নিলেও পয়সা ফ্যালো, ভ্যাটে জীবন ঠাসা ।।
-১৩/০৯/২০১৫
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮