গত উইকে তিনটি মুভি ডাউনলোড করলাম টোরেন্ট দিয়ে , আইরন ম্যান , হ্যানকক আর ইনক্রেডিবল হাল্ক, তিনটাই সুপারহিরো থিম বেজড মুভি।
ভেবে ছিলাম আগামী তিন উইকএন্ডে একটা একটা করে দেখবো বাট শনিবার সারাদিন বৃষ্টিতে উইকএন্ডেরসব পরিকল্পনা মাটি হয়ে গেলো, সো একদিনেই তিন মুভি।
মুভি তিনটার মধ্যে আইরন ম্যান এর গল্প, নির্মানশৈলী আর ভিজুয়াল ইফেক্ট সব থেকে ভালো লেগেছে, হ্যানককও ভালো বাট হাল্ক ভালো লাগেনি।
২০০৩ এও একটা হাল্ক মুভি রিলিজ হয়েছিলো. ওইটা এটার চেয়ে ওনেক বেটার মনে হয়েছিলো। আইরন ম্যান আর হাল্ক দুইটাই মারভেল স্টুডিও এর প্রযোজনা। হাল্কে ইন্টারেস্টিং একটা বিষয় হল একাবের শেষ দিকে আইরন ম্যান টনি স্টারক এর অতিথি শিল্পি হিসাবে উপস্হিতি।
অ্যাকশান মুভিপ্রিয় দর্শকরা দেখতে পারেন মুভি তিনটা খারাপ লাগবেনা।