বারাক ওবামা যখন প্রথম প্রেসিডেন্ট
নির্বাচিত হয় তখন তার নির্বাচনী
স্লোগানের কি-ওয়ার্ড ছিলো
"পরিবর্তন"(change the world).
বিবিসি চ্যানেলেও দেখাতো
"প্রতি ১০সেকেন্ডেই বিশ্ব পরিবর্তন
হচ্ছে।"
সেই পরিবর্তনের হাওয়া আমাদের
দেশেও জোরে সোড়ে বইছে সেই
থেকে...।
আসুন দেখি কিছু পরিবর্তনঃ
।
১। ৫-৭ বছর আগেও ঢাকাসহ বিভিন্ন
মহানগরীতে রিক্সার দীর্ঘ জ্যাম
থাকতো প্রায়ই, এখন মাইলের পর মাইল
প্রাইভেট কারের জ্যামে আটকে আছে
ঢাকাসহ সব মহানগরী!
,
২।আগে বিভিন্ন ব্যাংকের সদস্যরা ঋন
নিয়ে উদাও হতো মাঝেমাঝে,তারা
ছিলো ধরা
ছোয়ার বাইরে।এখন স্বয়ং ব্যাংক
কর্মকর্তারাই টাকা চুরি করে
লাপাত্তা!
,
৩।দুই-তিনবছর আগেও সাধারণ মানুষ প্রশ্ন
ফাঁসে জড়িত থাকতো সব পাব্লিক
পরীক্ষায়।এখন সে কাজ সম্মানীয়
টিচাররাই করে পরীক্ষার
এক-দেড় ঘন্টা আগে!
,
৪।আগে শিক্ষিত বেকারের হার
ছিলো প্রায়
২% যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৪%
এ!
,
৫।আগেরদিনে জাল ভোটের প্রচলন
ছিলো,এখন কেন্দ্রে গেলে বলে
"আপনার ভোট দেওয়া তো হয়ে গেছে!"
,
৬।বছর চারেক আগেও পত্রিকা খুললে
দেখতাম রাতের আধারে ঘরের মধ্যে
কিশোরী বা গৃহবধূ ধর্ষিত হয়েছে।কিন্তু
এখন চলন্ত বাস,প্রাইভেট কার বা একটু
খোলা নির্জন জাগাতেই এসব কাজ
হচ্ছে হর হামেশা!
।
এরকম আরো অনেক পরিবর্তন হয়েছে
দেশের বিভিন্ন সময় যা চোখে আঙ্গুল
দিয়ে দেখিয়ে দিতে লজ্জা লাগছে
কেননা
আর দু-একটা উদাহরণ দিলে আমাদের
বাপ-দাদারা বলবে,"ক্যারে,তোদের
না ডিজিটাল যুগ।এত এত টাকার
বাজেট, এত এত সপ্নের প্রবৃদ্ধি,কথিত
নিছিদ্র আইনের শাসন,উন্নত মানের
শিক্ষা ব্যবস্থা তাও
পরিবর্তনের ধারা এমন কেন?"
মুখটা তখন কাঁচুমাচু করে একটু জোর দিয়ে
বলি," তোমরা কি বুঝবা ডিজিটালের
মর্যাদা।এসব পরিবর্তনের জন্যেই তো
আজ সারাবিশ্ব আমাদের চেনে!
বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায়
বাংলাদেশ নিয়ে আর্টিকেল বের
হয়।"
মুরুব্বীরা বিদ্রুপের হাসি দিয়ে
বলে,"সেসব আর্টিকেলে কি বাংলার
ভালো দিক ছাপা হয় নাকি মন্দ?"
এবার আর না পেরে নতুন প্রজম্মকে
বাঁচাতে বলতে বাধ্য হই,"যেটাই ছাপা
হোক,পত্রিকায় নাম উঠাই তো বড়
ব্যাপার নাকি!"
www.facebook.com/venus.vasper
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ রাত ৮:০৭