স্বপ্ন গুলো রংধনুর মত মিলিয়ে যায় প্রতিদিনের বাস্তবতায়
বুড়ো মাকড়শার মত ধৈর্য্য নিয়ে বুনে যাই স্বপ্নের জাল,
ঘুমের ভেতর ছুটে চলে আমার লালিত ঘোড়া, দিগবিদিক
কখনো সাধ্যের ভেতর, কখনো পেরোয় সীমানার কাঁটাতার।
আমি সাইটিকা রোগী হয়ে উপভোগ করি শক্ত বিছানা
কোমরের ব্যাথা, তবু হেসে উঠি সীমানা জয়ের উল্লাসে ।
আবার ঘুম, আবার স্বপ্ন আর দুঃস্বপ্নের আসা যাওয়া
সাপে তাড়া উদভ্রান্ত দৌড়ে কপালময় নোনা শিশির,
আর বিঘৎ নিঃস্বাশে ঘুম পেরিয়ে তাড়স্বরে বলে উঠি,
মা, ফ্যান টা একটু ছাড়েন তো।
কাল রাতে কিছু পুরনো স্মৃতির ভীড়ে, সে এসেছিলো
সেই হাত ব্যাগ থেকে বেরোল চ্যাপ্টা হওয়া শিউলী
চুপ চাপ পাশাপাশি। ঘন্টা, দিন, পেরোয়,ঘড়ির কাটা-
সেখানেই অনড়। কথা নেই, সব কথা মরে গেছে;
-যাই তবে,
-হু
চলে গেল সে। কোন ভালবাসা নয়, অভিযোগ নয়,
প্রস্থানের পথ ধরে চেয়ে থাকাও নয়, একটা ক্যামন যেন লাগা।
উড়ে যাওয়া পাখির সাথে ছায়ার কি কোন সম্পর্ক থেকে যায়?
১৯ নভেম্বর ২০১৩ উত্তরা