দাউ দাউ পুড়ে যাচ্ছে ঐ নয়া বাজার
পুড়ছে দোকানপাঠ, কাঠ, লোহা লক্করের স্তুপ, মসজিদ এবং মন্দির।
দাউ দাউ পুড়ে যাচ্ছে ঐ নয়া বাজার
বিষম পুরছে চতুর্দিকে ঘর বাড়ী
পুড়ছে টিনের খাঁচা, রবীন্দ্র রচনাবলী, মিস্টান্ন ভান্ডার মানচিত্র এবং পুরোনো দলিল
মৌচাকে আগুন দিলে যেমন
সশব্দে স্বাধের আশ্রয় ত্যাগী হ্য় মৌ মাছির ঝাঁক
তেমনি সবায় পালাচ্ছে শহর ছেড়ে দিগবিদিক
নব জাতককে বুকে নিয়ে উদভ্রান্ত জননী
বন পোড়া হরিনীর মত যাচ্ছে ছুটে
অদূরে গুলির শব্দ, রাস্তা চষে জঙ্গী জিপ
আর্তশব্দ সব খানে
আমাদের দুজনের মুখে আগুনের খরতাপ
আলিঙ্গনে থরথর
তুমি বলেছলে, আমাকে বাঁচাও এই বর্বর আগুন থেকে
আমাকে বাঁচাও,
আমাকে লুকিয়ে ফেল চোখের পাতায়, বুকের অতলে কিংবা একান্ত পাঁজরে
সুশে নাও নিমেষে আমাকে চুম্বনে চুম্বনে।
দাউ দাউ পুড়ে যাচ্ছে ঐ নয়া বাজার
আমাদের চৌদিকে আগুন
গুলির সাথে শীলাবৃস্টি অবিরাম
তুমি বলেছলে, আমাকে বাঁচাও
অসহায় আমি তাও বলতে পারিনি।
(সংগৃহীত) কবিতার এবং কবির নাম জানাতে চাই