যে আমাকে পায়নি সতেরো'র বৈশাখে
প্রথম বৃষ্টিতে ভিজেছে সে একা
ম্লান মুখো প্রিয়তমা আমার
মরা শ্যাওলার সিঁড়িতে বসে
বৃষ্টিতে কাক ভেজা শরীর
চোখ দুটো এদিক সেদিক, উৎসুক।
কাব্য করে বলেছিলাম,
'প্রথম বৃষ্টিতে পাখি হয়ে থাকবো তোমার পাশে'
না, কোন পাখি বাঁধেনি দৃষ্টির ফ্রেমে
হাহুতাশ মন কি ভিজে এই বৈশাখি জলে।
তুই একটা ফালতু জামাই, এস এম এস পাই।
আমি কোন সূখে ঘামে ভিজাই শরীর এই মরা প্রবাসে,
কি করে বুঝাই তোকে কতোটা ভালোবাসি।
মরুময় মানিক
০৭।০৫।২০১০
আজমান, ইউ এ ই
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১০ ভোর ৪:৫৮