আমার আর কোনদিন ঘরে হবে না,
আর কোনদিন ফেরা হবে নিজেরই অন্তরে,
সেই যে দু কামরা , এক কিচেন ,এক শাউয়ারের ছিমছাম মেস
বাইরে ফুলের টব, গ্রিল বাওয়া বাসরলতা, শালিকের খাঁচা,একাকী দেশ,
আমার আর সেখানে ফেরা হবে না!
আর ফেরা হবে না পরিচিত অন্দরে!
কিছুটুকু তো থেকেই যাবে গহন দূরে, অন্য কোথাও, অন্য খানে
কিচ্ছুটুকু থেকেই যাবে অনেক দূরের জাহাজি বন্দরে!
যেখানে বিষণ্ণ মনে একটানা বেজে যায় হারমোনিকা
যেখানে মাঝসমুদ্রে জাহাজী শোনায় নক্ষত্রের কবিতা!
কিভাবে তাকে আনব ফিরে তোমায় দিলেম যা?
এক মুহূর্ত? একটা বিকেল? দুজন মিলে চা?
আর কোনদিন ফেরা হবে না এই মাতোয়াল রাতে
আর কোনদিন ফেরা হবে না রুটির বিষণ্ণতায়
আর কোনদিন ফেরা হবে না পুরোপুরি জোস্নাতে
আর কোনদিন ফেরা হবে না একাকি তোমান্যতায়!
একবার যে বেড়িয়ে গিয়েছে সহজ নয়তো ফেরা
একবার যে ভেঙে গেল খুব কঠিন হয়তো গড়া
একবার যেই টুস করে ঝরে পড়ল চোখের জল
সহজ নয় , সম্ভব নয় ফের তারে চোখে ভরা!
আধাআধি আর ফিরে কি লাভ, পুরোই থাকুক পরে
পুরোপুরি আর ফেরা হবে না ভেতরে ভীষণ পীড়িত
আমার অনেক পরে আছে অনেক অনেক দূরে
তোমার নিবিড় জোস্নায় এখন তো চোখই বিস্ফোরিত।
যেখানে তোমার চোখের চাওয়ায় নিমগ্ন বদ্বীপ
যেখানে তোমার কাজল ধুয়ে গোস্যা করে ছল
ঠিক সেখানে আমার যে কতটা অন্তরীপ
কিভাবে ফিরব সেখান থেকে চোখে যেখানে জল?
পুরপুরি কি যায় ফেরা??
আধেক আমি মটির মানুষ, আধেক চোখের জলে গড়া!
যেখানে তোমার সাদা ব্রেসিয়ার তুলেছিল মাস্তুল
যেখানে তোমার গরম শ্বাসে উপকূলীয় হুলস্থুল
যেখানে তোমার যুগল বক্ষ শুভ্র স্মৃতিস্তম্ভ
যেখানে আসলে আমার ঠোঁট ভুলে যায় ঠোঁটদম্ভ!
কিভাবে ফিরব সেই বুক থেকে যেখাণে ছলাত দুধের স্বর
একটু বাকি কি থেকেই যাবে না হঠাত পাল্টালে ঘর?
পুরপুরি কি সহজ ফেরা?
আধেক আমায় মানুষ বল,কিন্তু প্রেমিক আমি পুরা!
যেখানে তোমার মাশরুম যোনি গুরু গুরু রাখ ঢাক
ছায়লা তলায় বেড়ে উঠা প্রিয় ব্যাঙ্গাচি ছত্রাক
বৃষ্টি এলেই যেই ছাতাটার নিচে লুকাই মুখ
খিমচে ধর মাথার চুল ,পিচে চলে চিবুক!
কিভাবে ফিরব সেই রাত থেকে যেসব রাতে যোনি
নিজেই খুন হতে হতে ফের হয়ে যেত খুনি!
আদি ও অন্ত কি যায় অমর্ত্য?
আধেক আমি মানুষ ঠিক ই , আধেক আমি দৈত্য!
যেখানে তোমার ক্যানভাস পাছা দিয়েছে স্কেচ তুলে
এবং তোমার উরু বিছানো সস্তা জরির টুলে!
উহ আহ উহুল, উহ আহ উহুল তোমার আন্তরিক অভিধান
যোনির গহনে রেখেছি আঙ্গুল পাছার উঠানে লিঙ্গউথথান!
কিভাবে ফিরব সমগ্ররুপে যেখানে তোমার ঠোঁট ও হাত
টেনে চেটে চুষে ইশ্বরকনা ভোর করে দিত রাত!
কোথায় ফিরব? ঠিকানা নশ্বর!
আধেক আমি সৃষ্টি, আধেক স্রষ্টা, শিল্পী, ইশ্বর!
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ ভোর ৪:৪৬